Home খবর 6400mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল নতুন গেমিং ফোন iQOO Neo 10R, সঙ্গে রয়েছে 32MP সেলফি ক্যামেরা

6400mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল নতুন গেমিং ফোন iQOO Neo 10R, সঙ্গে রয়েছে 32MP সেলফি ক্যামেরা

মোবাইল গেমার এবং হেভি ইউজারদের জন্য টেক ব্র্যান্ড আইকু আজ ভারতের বাজারে তাদের নতুন iQOO Neo 10R স্মার্টফোন লঞ্চ করেছে। এই 5G ফোনে 12GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে সেলফির জন্য 32MP Front Camera রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

iQOO Neo 10R ফোনের দাম

ভারতে iQOO Neo 10R ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 12GB RAM + 256GB Storage সহ ফোনটির টপ ভেরিয়েন্ট 30,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাইমারি সেলে এই ফোনের দামে 2 হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে এবং এই ফোনের সেল শুরু হবে আগামী 19 মার্চ থেকে।

iQOO Neo 10R ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

iQOO Neo 10R ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, HDR10+ ও 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর

এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 বেসড Funtouch OS 15 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 জিপিইউ দেওয়া হয়েছে।

গেমিং পারফরমেন্স

কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 10R ফোনটি মূলত গেমিঙের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই ফোনে in-built FPS মিটার যোগ করা হয়েছে, যার ফলে 2000Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট পাওয়া যায়। দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহারের পরেও ফোনটি ঠাণ্ডা রাখার জন্য এতে 6000mm2 Vapour Cooling চেম্বার রয়েছে। এই ফোনে স্পেশাল Monster Mode দেওয়া হয়েছে এবং এর সঙ্গে এতে Bypass Charging টেকনোলজি যোগ করা হয়েছে।

স্টোরেজ

ভারতে এই ফোনটি 8GB এবং 12GB RAM অপশনে লঞ্চ করা হয়েছে। Extended RAM ফিচারের দৌলতে ফোনটির 8GB RAM মডেলে 8GB ও 12GB RAM মডেলে 12GB RAM যোগ করা যায় এবং 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি রয়েছে। এছাড়া এই ফোনের 8GB RAM মডেলে UFS 3.1 এবং 12GB RAM মডেলে UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iQOO Neo 10R ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 OIS পোর্ট্রেট লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,400mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO Neo 10R ফোনটি ভারতের বাজারে উপস্থিত এত বড় ব্যাটারি সহ সবচেয়ে পাতলা স্মার্টফোন। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।