4GB RAM সহ আসতে চলেছে এই সস্তা স্মার্টফোন, জেনে নিন ফিচার

ভারতে itel S23+ এবং itel P55 5G ফোনগুলি লঞ্চ হয়ে গেছে। এবার কোম্পানি আরও একটি সস্তা ফোনে কাজ করছে বলে জানা গেছে। আপাতত কোম্পানি এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে Google Play Console লিস্টিঙে iTel A70 নামের ফোন দেখা গেছে। লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশন এবং রেন্ডারও সামনে এসেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: দ্বিগুণ হল OPPO A18 এর স্টোরেজ! মাত্র 11499 টাকা দামে আবার লঞ্চ হল এই ফোন

iTel A70 এর Google Play Console লিস্টিং ডিটেইলস

ডিজাইন (লিস্টিং)

  • iTel A70 ফোনটি Google Play কনসোল সার্টিফিকেশন সাইটে A665L মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • রেন্ডার অনুযায়ী এই ফোনে মোটা বটম চিন এন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে।
  • এতে ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন থাকবে। তবে ফোনটির রেয়ার প্যানেলের ছবি এখনও দেখা যায়নি।
  • বাজেট ক্যাটাগরির এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।

iTel A70 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • iTel A70 ফোনে 720 x 1,612 পিক্সেল রেজলিউশন এবং 320 পিপিআই স্ক্রিন ডেনসিটি দেখা যাবে।
  • iTel A70 ফোনটি স্প্রেডট্রাম T603 প্রসেসরের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এতে 1.8GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A55 কোর এবং 1.2GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A55 কোর রয়েছে। এতে PowerVR GE8322 GPU থাকবে বলে জানা গেছে।
  • প্লে কনসোল লিস্টিং অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম আউট অদ দা বক্স এবং 4GB RAM এর সঙ্গে পেশ করা হবে।
  • Google Play কনসোল থেকে iTel A70 এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। খুব তাড়াতাড়ি এই ফোনটি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here