22 দিনের ব্যাকআপ সম্পন্ন ব্যাটারি এবং UPI সাপোর্টসহ বাজারে এল নতুন ফিচার ফোন, দাম মাত্র 1499 টাকা

Highlights

  • itel Super Guru সিরিজে তিনটি নতুন ফোন পেশ করা হয়েছে।
  • কোম্পানি Super Guru 200, Super Guru 400 এবং Super Guru 600 লঞ্চ করেছে।
  • তিনটি ফোনেই ইউপিআই পেমেন্ট সাপোর্ট করে।

আমরা কয়েক দিন আগেই এক্সক্লুসিভ জানিয়েছিলাম আইটেল কোম্পানি শীঘ্রই itel Super Guru নামের ফিচার ফোন লঞ্চ করবে। এবার কোম্পানির পক্ষ থেকে itel Super Guru সিরিজে তিনটি ফিচার ফোন পেশ করা হয়েছে। এই সিরিজে Super Guru 200, Super Guru 400 এবং Super Guru 600 লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলির সঙ্গে মাত্র 4 ঘন্টার মধ্যে কাস্টমার সার্ভিসের সুবিধা এবং এবং ইউপিআই পেমেন্টের অপশন পাওয়া যাবে। নিচে এই ফোনগুলির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতের মার্কেটে লঞ্চ হল Honor Pad X8 ট্যাবলেট, দাম মাত্র 11,999 টাকা

এইভাবে করা যাবে ইউপিআই পেমেন্ট

itel Super Guru Serie এর সঙ্গে কিউআর কোড স্ক্যানার দেওয়া হয়েছে যার সাহায্যে ইউপিআই পেমেন্ট করা যায়। জানিয়ে রাখি NPCI এর পক্ষ থেকে ইউপিআই 123পে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে এবং এটি বিশেষভাবে ফিচার ফোনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফিচার ব্যাবহার করে ইন্টারনেট ছাড়াও ইউপিআই পেমেন্ট করতে সাহায্য করে এবং এটি পুরোপুরি সুরক্ষিত।

UPI 123PAY তে IVR (interactive voice response) নাম্বার, ফিচার ফোন অ্যাপ, মিস কল বেস ইন্টারফেস এবং proximity sound-based পেমেন্ট এই চারটি অপশন দেওয়া হয়েছে। আরও পড়ুন: 10 হাজারের কম দামে লঞ্চ হবে Jio Phone 5G, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন

  1. itel Super Guru 400: এই ফোনের দাম 1,699 টাকা। এতে 1200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 14 দিন ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া এতে আলট্রা স্লিম মেটাল বডি এবং 2.4 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে।
  2. itel Super Guru 200: কোম্পানি এই ফোনটি 1,499 টাকা দামে পেশ করেছে। এতেও 1200mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং বলা হয়েছে এটি 21 দিন স্ট্যান্ডবাই দিতে পারবে। এই ফোনেও মেটাল ফিনিশ দেওয়া হয়েছে। এতে 1.3MP ক্যামেরা এবং 1.8 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
  3. itel Super Guru 600: এই ফোনটির দাম 1,899 টাকা। এতে 2.8 ইঞ্চির ডিসপ্লে এবং মেটাল বডি আছে। এই ফোনে 1900mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি 20 দিন স্ট্যান্ডবাই দিতে সক্ষম বলে জানানো হয়েছে। এতেও 1.3MP ক্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানি এই তিনটি ফোনের সঙ্গেই বিনামূল্যে ট্রান্সপারেন্ট কভার দেবে বলে জানিয়েছে। এছাড়া ফোনে কোন সমস্যা হলে অভিযোগের মাত্র 4 ঘনটার মধ্যে তার সমাধান করা হবে বলেও জানানো হয়েছে। আরও পড়ুন: FCC সাইটে তালিকাভুক্ত Vivo Y27 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here