Home খবর ট্রাইয়ের পরিকল্পনা অনুযায়ী বন্ধ হতে পারে Airtel-Jio-এর আনলিমিটেড 5G ডেটা, জেনে নিন বিস্তারিত

ট্রাইয়ের পরিকল্পনা অনুযায়ী বন্ধ হতে পারে Airtel-Jio-এর আনলিমিটেড 5G ডেটা, জেনে নিন বিস্তারিত

Highlights

Reliance Jio এবং Bharti Airtel কে টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া (TRAI) একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়ার পরিকল্পনা করছে। এই নির্দেশে‌র ফলে টেলিকম ইউজাররা প্রভাবিত হতে চলেছে। ট্রাই এই দুটি কোম্পানির ট‍্যারিফ প্ল‍্যানের আনলিমিটেড 5G ডেটা বন্ধ করতে পারে। ফাইনান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী ভোডাফোন আইডিয়া এই দুই অপারেটরের বিরুদ্ধে প্রেডেটরি প্রাইসিঙের অভিযোগ করেছে। এই অভিযোগের ফলস্বরূপ ট্রাই তদন্ত করার পর এরকম পদক্ষেপ নিতে পারে। আরও পড়ুন: MediaTek Dimensity 7050 চিপসেটসহ মে মাসে লঞ্চ হতে পারে Lava Agni 2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভোডাফোন-আইডিয়া‌র অভিযোগ

ভোডাফোন আইডিয়া মার্কেটে‌র দুই অন্যতম টেলিকম কোম্পানির উপরে কড়া আরোপ লাগিয়েছে। ভিআই জানিয়েছে এই দুই কোম্পানির কাছে সার্কেলের 30% মার্কেট শেয়ার আছে এবং তারা কম দামে 5G ট‍্যারিফ প্রদান করছে। বর্তমানে ভোডাফোন আইডিয়া ভারতীয় মার্কেটে একমাত্র প্রাইভেট টেলিকম কোম্পানি যারা 5G পরিষেবা শুরু করেনি। কিন্তু কোম্পানি 5G রেডি সিম প্রদান করতে শুরু করে দিয়েছে। অপরদিকে Airtel এবং Jio উপস্থিত 4G প‍্যাকে 5G সার্ভিস প্রোভাইড করছে।

অভিযোগের বিরুদ্ধে জিও এবং এয়ারটেলের স্বীকারোক্তি

কোম্পানি দুটিই তাদের উপর করা ভোডাফোন আইডিয়ার অভিযোগ অস্বীকার করেছে। দুটি কোম্পানির আধিকারিক‌রা ভিন্ন ভিন্ন বয়ান দিয়েথে। জিও এবং এয়ারটেল জানিয়েছে বর্তমানে 5G কানেক্টিভিটি‌র জন‍্য কম গ্রাহক থাকার কারণে তাদেই ট‍্যারিফে অভিযোগ করা যাবে না। তাদের বয়ান অনুযায়ী 4G প‍্যাকের অংশ হিসেবে এই 5G সার্ভিস দেওয়া হচ্ছে এবং সেই হিসেবে‌ই চার্জ করা হয়। আরও পড়ুন: মাত্র 13,499 টাকা দামে লঞ্চ হল 40 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, জেনে নিন ফিচার

এখনো পর্যন্ত ভোডাফোন আইডিয়া 5G সার্ভিস শুরু করেনি

ভোডাফোন আইডিয়া এখনো পর্যন্ত তার 5G সার্ভিস লঞ্চের তারিখ ঘোষণা করেনি। রিপোর্ট অনুযায়ী তারা শীঘ্রই 5G পরিষেবা শুরু না করলে, তাদের গ্রাহক সংখ্যা আর‌ও কমতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন