Home খবর Jio নিয়ে এসেছে ক্রিকেট অফার, JioHotstar-এ বিনামূল্যে দেখা যাবে IPL 2025

Jio নিয়ে এসেছে ক্রিকেট অফার, JioHotstar-এ বিনামূল্যে দেখা যাবে IPL 2025

রিলায়েন্স জয়ী তাদের সমস্ত ইউজারদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। এই অফারে বিনামূল্যে সম্পূর্ণ IPL 2025 উপভোগ করা যাবে। যেসব গ্রাহকরা কোম্পানির 299 টাকা বা তার বেশি দামের কোনো প্ল্যান রিচার্জ করবেন বা জয়ী সিম কানেকশন নেবেন তাঁরা জিওহটস্টারে 90 দিন পর্যন্ত বিনামূল্যে 4K কোয়ালিটিতে IPL 2025 দেখতে পারবেন। অর্থাৎ আগামী 22 মার্চ, 2025 থেকে শুরু হতে চলা এই ক্রিকেট সিজন বিনা পয়সায় মোবাইল বা টিভিতে উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।

299 টাকা বা তার বেশি রিচার্জে পাওয়া যাবে IPL অফার

জিও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সব গ্রাহকরা 299 টাকা বা তার চেয়ে বেশি দামের প্ল্যান রিচার্জ করবেন শুধুমাত্র তাঁরাই এই অফার পাবেন। যেসব গ্রাহকরা নতুন জিও সিম কিনবেন তাদের কমপক্ষে 299 টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। তবেই বিনামূল্যে IPL 2025 অনলাইনে স্ট্রিম করা যাবে।

এছাড়া জিও তাদের ইউজারদের ভালো ইন্টারনেট কানেকশন এবং এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য জিওফাইবার এবং জিওএয়ারফাইবারের 50 দিন পর্যন্ত ফ্রি ট্রায়াল কানেকশন দিচ্ছে। এই ফ্রি ট্রায়ালে ইউজাররা 800টিরও বেশি টিভি চ্যানেল, 11টিরও বেশি ওটিটি অ্যাপ এবং আনলিমিটেড ওয়াইফাইয়ের সুবিধা পাবেন। এর ফলে গ্রাহকরা বাড়ি বসেই দারুণ এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স পাবেন।

কতদিন এবং কিভাবে পাওয়া যাবে অফার?