Ambani লঞ্চ করেছে প্রতিদিন 2.5GB ডেটাসহ দুটি নতুন প্ল্যান, ভ্যালিডিটি পাওয়া যাবে 90 দিন পর্যন্ত

Highlights

  • Jio পেশ করেছে 349 টাকা এবং 899 টাকা দামের দুটি রিচার্জ প্ল্যান।
  • দুটি প্ল্যানেই প্রতিদিন পাওয়া যাবে 2.5জিবি করে ডেটা।
  • কোম্পানি চুপিসারে তাদের ওয়েবসাইট এবং অ্যাপে প্ল্যানদুটি তালিকাভুক্ত করে দিয়েছে।

Reliance Jio তাদের গ্রাহকদের সারপ্রাইজ দিয়ে এক সঙ্গে দুটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে 349 টাকা এবং 899 টাকা। উভয় প্ল্যানে দীর্ঘ ভ্যালিডিটি, প্রচুর ডেটা এবং অন্যান্য সুবিধার পাশাপাশি Jio Apps এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই দুটি প্ল্যানেই ইউজারদের প্রতিদিন 2.5জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ যেসব গ্রাহকদের বেশি পরিমাণ ডেটার প্রয়োজন হয় এই প্ল্যানগুলি তাদের জন্য বেস্ট অপশন। নিচে জিওর এই নতুন প্ল্যানদুটি সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: এই দিন OTT-তে রিলিজ হবে শাহ্রুখ খানের Pathaan, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে এই সিনেমা

Reliance Jio-এর 349 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যান

  • জিওর নতুন 349 টাকা দামের প্ল্যানে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ 28 দিনের প্ল্যানের চোটে যে ইউজাররা খুবই বিরক্ত তাঁরা এটি ট্রাই করতে পারেন। কারণ একবার রিচার্জ করলে নিশ্চিন্তে এক মাস কাটিয়ে দেওয়া যায়।
  • এই প্ল্যানে প্রতিদিন ইউজারদের প্রতিদিন 2.5জিবি করে 5G ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে গ্রাহকরা মোট 75GB ডেটা উপভোগ করতে পারবেন। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ডেটার স্পীড কমে 64Kbps হয়ে যাবে, তবে বন্ধ হয়ে যাবে না।
  • এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা আনলিমিটেড ভয়েস কল উপভোগ করতে পারবেন। গ্রাহকরা 30 দিন পর্যন্ত অন নেট এবং অফ নেট যে কোনো নাম্বারে নিশ্চিন্তে যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবেন।
  • ডেটা এবং ফ্রি কলিং ছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএসের সুবিধা পাওয়া যায়। এছাড়া Jio Apps এর ফ্রি অ্যাক্সেস তো আছেই। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে JioCinema, JioTV, JioSecurity এবং JioCloud এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল নতুন Nokia C12 স্মার্টফোন, সস্তায় পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন, জেনে নিন দাম

Reliance Jio-এর 899 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যান

  • জিওর 899 টাকা দামের প্ল্যানটির ভ্যালিডিটি 90 দিন।
  • এই প্ল্যানে কোম্পানির তরফ থেকে প্রতিদিন 2.5জিবি করে 5G ইন্টারনেট ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 225জিবি ডেটা পাওয়া যাবে।
  • এই প্ল্যানটি রিচার্জ করলে 90 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।
  • এছাড়াও ডেইলি 100টি করে ফ্রি SMS এবং Jio TV, Jio Cinema, Jio Security ও Jio Cloud এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন তো আছেই। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল নতুন Nokia C12 স্মার্টফোন, সস্তায় পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here