রিলায়েন্স জিও তাদের লেটেস্ট ফোন “জিওফোন 2” পেশ করে আবার টেলিকম জগতে আবার আলোড়ন সৃষ্টি করেছে। কোম্পানি এই মাসে বার্ষিক বৈঠকে জিওফোন 2 পেশ করেছে। জিওর পক্ষ থেকে ফোনটির দাম 2,999 টাকা রাখা হয়েছে যা 15ই আগস্ট থেকে সমগ্ৰ দেশে সেলের মাধ্যমে পাওয়া যাবে। এই ফোনটি লঞ্চের সঙ্গে কোম্পানি ফ্যানদের জন্য “জিও মনশুন হাঙ্গামা অফার” পেশ করেছে যেখানে যে কোনো পুরোনো ফিচার ফোনের পরিবর্তে জিওফোন কেনা যাবে। কিন্তু সাধারণ জনগণ এখনও পর্যন্ত সঠিকভাবে জানে না কিভাবে ফোনের বদলে ফোন পাওয়া যাবে এবং এই এক্সচেঞ্জ অফারের শর্ত কি। বিশদে জানতে পড়তে থাকুন।
জিও মনশুন হাঙ্গামা অফার
জিওর এই অফারে আগের জিওফোন কেনা যাবে। আগামী 21শে জুলাই থেকে এই অফার চালু হতে চলেছে। অফার চালু হওয়ার আগেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। এই অফারে যে কোনো পুরোনো ফিচার ফোনের পরিবর্তে জিওফোন পাওয়া যাবে। পুরোনো ফোনের সঙ্গে মাত্র 501 টাকার বিনিময়ে পাওয়া যাবে জিওফোন।
জিও এই অফারে যে কোনো পুরোনো ফোন নিচ্ছে। যদি আপনার কাছেও কোনো পুরোনো ফিচার ফোন থেকে থাকে তাহলে সেটি এক্সচেঞ্জ করে জিওর লেটেস্ট 4জি ফিচার ফোন পেতে পারেন। এই নতুন ফোনে 4জি স্পীডে ইন্টারনেট পরিষেবার সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের সুবিধা পাওয়া যাবে।
ফোনের বদলে ফোনের এক্সচেঞ্জ
1. যেসব ফিচার ফোন 1লা জানুয়ারি 2015 এর পরে কেনা হয়েছে সেইসব ফোন পরিবর্তন করে লেটেস্ট জিওফোন পাওয়া যাবে।
2. যে কোনো 2জি, 3জি, 4জি বা নন ভোএলটিই ফোনের বদলে জিওফোন পাওয়া যাবে।
3. নতুন জিওফোনের জন্য শুধুমাত্র জিএসএম ফোন এক্সচেঞ্জ করা হবে। পুরোনো জিওফোন, সিডিএমএ ফোন বা অপারেটর লকড ফোন এক্সচেঞ্জ হবে না।
4. ফোনের সঙ্গে ব্যাটারী ও চার্জার জমা করতে হবে। হেডফোন বা অন্যান্য অ্যাক্সেসরিজ না হলেও চলবে।
যেসব কথার খেয়াল রাখতে হবে
যদি উপরোক্ত সব পয়েন্টসহ কোনো ফোন আপনার থাকে তবে সেটি এক্সচেঞ্জ করা যাবে। কিন্তু এক্সচেঞ্জ পয়েন্টসের সঙ্গে আরও যেসব ব্যাপারে খেয়াল রাখা দরকার তা হল :
1. ফোন ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে। ফোন ডিসপ্লে ভাঙ্গা হলে বা ক্র্যাক হলে, ফোনের বডি বা কভার ভাঙ্গা হলে, ফোনে টেপ লাগানো হলে বা ফোন পোড়া হলে এক্সচেঞ্জ করা যাবে না।
2. ফোনের ব্যাটারী ভালো হতে হবে। ব্যাটারী ফোলা বা আঘাতপ্রাপ্ত হলে চলবে না।
3. ফোনের চার্জার পুরো ঠিক হতে হবে। চার্জারের তার ছেড়া হলে, চার্জার পোড়া হলে বা চার্জার অ্যাডেপ্টার ড্যামেজ হলে তা গ্ৰহণযোগ্য নয়।
উপরোক্ত সব পয়েন্ট মিলে গেলে আগামী 21শে জুলাই ফিচার ফোন পরিবর্তন করে 4জি ফিচার ফোন জিওফোন পাওয়া যাবে।