Reliance Jio আর থাকবে না ফ্রি, কলিঙের জন্য দিতে হবে দাম

রিলায়েন্স জিও তাদের 35 কোটি গ্ৰাহককে আগামী দীপাবলির আগেই বড়সড় ঝটকা দিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে কল করার জন্য এখন থেকে গ্ৰাহকদের দাম দিতে হবে। কোম্পানির এই নতুন পদক্ষেপের পর ইউজারদের সমস‍্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য গ্ৰাহকদের কাছে সর্বাধিক বেশি জনপ্রিয় হয়ে ওঠা টেলিকম কোম্পানি জিও এখন থেকে তাদের গ্ৰাহকদের অন্য যে কোনো নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে 6 পয়সা করে চার্জ করবে। 

Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

জিও নেট‌ওয়ার্কে কলিং থাকবে ফ্রি

এই নতুন ঘোষণার পর স্পষ্ট বোঝা যাচ্ছে যে জিও গ্ৰাহকদের অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে কল করার জন্য দাম দিতে হবে। তবে কোম্পানি জানিয়েছে জিও থেকে জিওর অন্য কোনো নাম্বারে কল করার ক্ষেত্রে পরিষেবা আগের মতোই ফ্রি থাকবে। 

গ্ৰাহকদের দিতে হবে 6 পয়সা প্রতি মিনিট

আজ থেকে জিও ইউজারদের করা সমস্ত রিচার্জে আইইউসি টপ আপ ভাউচারের মাধ্যমে 6 পয়সা প্রতি মিনিটের বর্তমান আইইউসি দরে চার্জ করা হবে। এই নতুন নিয়ম ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না TRAI জিরো টার্মিনেশন চার্জ ব‍্যবস্থা চালু করছে। অর্থাৎ এখন থেকে প্রতিটি জিও গ্ৰাহককে এয়ারটেল, ভোডাফোনসহ অন‍্যান‍্য সমস্ত নেট‌ওয়ার্কে কল করার জন্য 6 পয়সা প্রতি মিনিটের দরে দাম দিতে হবে। 

ডুয়েল ক‍্যামেরার সঙ্গে চলে এল Xiaomi এর সস্তা স্মার্টফোন Redmi 8, তবে কি পিছিয়ে পড়বে Realme?

ইন্টারকানেক্ট ইউজেস চার্জ কি?

ইন্টারকানেক্ট ইউজেস চার্জ  (IUC) হল একটি টেলিকম অপারেটরের অন‍্য কোম্পানিকে দেওয়া দাম। যখন একটি টেলিকম কোম্পানির গ্ৰাহক অন্য কোনো কোম্পানির গ্ৰাহককে আউটগোয়িং মোবাইল কল করে তখন যে অপারেটর থেকে কল যাচ্ছে সেই কোম্পানিকে IUC এর দাম মেটাতে হয়। দুটি আলাদা আলাদা নেট‌ওয়ার্কের মধ্যে এই ধরনের কল করা হলে তাকে মোবাইল অফ নেট কল বলা হয়। ভারতের ক্ষেত্রে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই IUC কর নির্ধারণ করে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই দাম 6 পয়সা প্রতি মিনিট। 

অফ নেট মোবাইল কলের ক্ষেত্রে 6 পয়সা প্রতি মিনিট দাম ততদিন কার্যকর থাকবে যতদিন পর্যন্ত না ট্রাই তাদের নিয়মাবললীতে পরিবর্তন করছে। এখন কোম্পানি 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত প্ল‍্যান পেশ করেছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here