9,999 টাকা দামে লঞ্চ হতে চলেছে Lava Blaze 3 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

লাভা ভারতে তাদের নতুন ব্লেজ সিরিজ লঞ্চের ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে স্মার্টফোনটি Lava Blaze 3 5G নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট কনফার্ম করার আগেই ফোনটির মাইক্রোসাইট শপিং সাইট আমাজনে দেখা গেছে। এর মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন, ডিজাইন এবং স্পেশাল পাইস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং স্মার্টফোনটি সম্পর্কে।

Lava Blaze 3 5G এর ডিজাইন

নীচে দেয়াড় ছবির মাধ্যমে আপকামিং Lava Blaze 3 5G ফোনটি প্রিমিয়াম গ্লাস ডিজাইন সহ দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে চারকোণা ক্যামেরা মডিউল রয়েছে। এতে নতুন ভাইব এলইডি লাইট দেওয়া হয়েছে। সবমিলিয়ে এই দামে ফোনটি বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল নচ এবং ফ্ল্যাট ডিসপ্লে যোগ করা হয়েছে।

Lava Blaze 3 5G এর দাম

শপিং সাইট আমাজনের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি মাত্র 9,999 টাকা দামে লঞ্চ করা হবে। ব্যাঙ্ক অফার সহ এই দামে ফোনটি পাওয়া যাবে। একইভাবে নতুন Lava Blaze 3 5G ফোনটিতে 6GB RAM +128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

Lava Blaze 3 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আপকামিং Lava Blaze 3 5G স্মার্টফোনে এইচডি + রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এলসিডি স্ক্রিন দেওয়া হবে। একইসঙ্গে এই স্ক্রিনে পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন এবং 90Hz রিফ্রেশ রেট থাকবে।
  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 চিপসেট সহ পেশ করা হবে। এর মাধ্যমে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি AnTuTu সাইটে 410K থেকে বেশি স্কোর পেয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 6GB RAM +128GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। ফোনটিতে ভার্চুয়াল ফিচারের সহযোগিতায় 6GB সাপোর্ট পাওয়া যাবে। এই সাহায্যে মোট 12GB পর্যন্ত স্টোরেজ ব্যাবহার করা যাবে।
  • ক্যামেরা: Lava Blaze 3 5G ফোনটির ব্যাক প্যানেলে ভাইব এলইডি লাইট সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP AI ক্যামেরা রয়েছে। অন্যদিকে সেলফি জন্য ফোনটিতে 8MP লেন্স যোগ করা হবে।
  • ব্যাটারি: Lava Blaze 3 5G ফোনটিতে 18W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।
  • অন্যান্য: এই ফোনটিতে অডিও এক্সপিরিয়েন্সের জন্য স্টিরিও স্পিকার এবং সিকিউরিটির জন্য সাইড মাউন্টেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।
  • ওএস: এই ফোনটিতে ক্লিন সফটওয়্যার পারফরমেন্স সাপোর্টেড অ্যান্ড্রয়েড 14 সহ কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here