6 জিবি র‍্যাম এবং 6.2 ইঞ্চির নচ ডিসপ্লের।সঙ্গে লঞ্চ হল লেনোভোর স্টাইলিশ স্মার্টফোন জেড5

বেশ কিছু দিন ধরে টেক জগতের চর্চায় থাকার পর গতকাল লেনোভোর নতুন স্মার্টফোন জেড5 আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে। এই লেটেস্ট স্মার্টফোনটি চীনা বাজারে লঞ্চ হয়েছে। স্টাইলিশ লুক এবং দারুণ স্পেসিফিকেশনের সঙ্গে লেনোভো জেড5 এর দুটি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে যা কিছু দিনের মধ্যে চীনের বাইরে অন‍্যান‍্য দেশে সেলের জন্য পাওয়া যাবে।

লেনোভো জেড5 মেটালিক ফ্রেম দিয়ে বানানো যার ব‍্যাক প‍্যানেলে গ্লাস আছে। ফোনটিতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে আছে যার ওপরের দিকে নচ আছে। ফোনে 2246 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির বড় ফুল এইচডি+ স্ক্রিন আছে এবং ব‍্যাক এবং ফ্রন্ট উভয় প‍্যানেল 2.5ডি কোর্নিঙ্গ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড।

লেনোভো জেড5 জেড‌ইউআই 4.0 আধারিত অ্যান্ড্রয়েড 8.1 অরিও ভার্সনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 14এন‌এম অক্টাকোর প্রসেসর আছে যার সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে এতে 6 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এবং গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 509 জিপিইউ আছে।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম এবং 6 ইঞ্চির বেজল লেস ডিসপ্লের সঙ্গে লেনোভো লঞ্চ করল দুটি সস্তা স্মার্টফোন

এই ফোনটি 64 জিবি ও 128 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে পেশ করা হয়েছে। জেড5 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এতে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 16 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এআই টেকনিক সাপোর্টেড 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে।

আসুস লঞ্চ করল বিশ্বের সবচেয়ে ফাস্ট গেমিং স্মার্টফোন, জেনে নিন এই ফোন সম্পর্কে সব কিছু

লেনোভো জেড5 একটি 4জি ভোলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন এবং এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে। চীনের বাজারে ফোনটির ব্ল‍্যাক, ব্লু এবং অরা কালার ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। চীনে ফোনটির দাম 1,299 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সিতে প্রায় 13,500 টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here