14 সেপ্টেম্বর লঞ্চ হবে LG এর সবচেয়ে স্পেশাল স্মার্টফোন Wing, জেনে নিন বিশেষত্ব

LG ছর আগামী ডুয়েল স্ক্রিন স্মার্টফোন সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন লিক ও তথ্য জানা যাচ্ছে। এবার কোম্পানি তাদের গ্লোবাল ইউটিউব চ‍্যানেলে একটি ভিডিও পোস্ট করে ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। 30 সেকেন্ডের এই ভিডিওতে কোম্পানি এই ফোনটি টীজ করেছে এবং একদম শেষে জানিয়েছে আগামী 14 সেপ্টেম্বর একটি ইভেন্টের আয়োজন করা হবে। আসলে LG Explorer Project এর ঘোষণা করেছে যেখানে “distinctive and yet unexplored usability experiences” এর সঙ্গে নতুন স্মার্টফোন পেশ করা হবে।

আরও পড়ুন: Jio কে টেক্কা দেওয়ার জন্য Airtel নিয়ে এল অসাধারণ অফার, রিচার্জ করলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে 6GB পর্যন্ত ডেটা

কোম্পানির কথা অনুযায়ী নতুন প্রোজেক্টের উদ্দেশ্য হল বর্তমান ইউজারদের এক্সপেরিয়েন্স আরও বাড়ানো এবং নতুন ইউজেবিলিটিতে ফোকাস করা। তবে কোম্পানির শেয়ার করা ভিডিওতে তাদের আগামী ফোনের নামের উল্লেখ করা হয়নি। কিন্তু ফোনটির ডিজাইন দেখে মনে হচ্ছে কোম্পানির আগামী ফোনটি ‘Wing’ নামেই লঞ্চ করা হবে এবং এটি কয়েক দিন আগের লিক ভিডিওতেও দেখা গেছে। এই ফোনটি রোটেটিং এবং ডুয়েল স্ক্রিন এক্সপেরিয়েন্সের সঙ্গে পেশ করা হবে।

কখন হবে ইভেন্ট?

আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি তাদের আগামী ফোন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আগামী 14 সেপ্টেম্বর LG Mobile Global Facebook ও YouTube চ‍্যানেলে 10AM ET (ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টার সময়) কোম্পানির এই ইভেন্টটি ভার্চুয়ালি আয়োজন করা হবে। এই ইভেন্টে নতুন কিছু সুন্দর ফোন লঞ্চের আশা এখন আগের থেকেও জোরালো হয়ে গেছে।

আরও পড়ুন: Kurkure ও Uncle Chips খেলে Airtel বিনামূল্যে দিচ্ছে 2 জিবি ইন্টারনেট ডেটা, জেনে নিন কিভাবে পাবেন

LG Wing এর ডিজাইন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এলজির নতুন ফোনটি টি শেপের ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। এর ফলে ইউজার এক‌ই সময়ে একটি স্ক্রিন হরাইজন্টালি এবং একটি ভার্টিক‍্যাল ভাবে ব‍্যবহার করতে পারবেন। কয়েক দিন আগে পাওয়া একটি ফোটোয় দেখা গেছে এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে অত‍্যন্ত পাতলা বেজল আছে এবং এতে কোনো নচ বা পাঞ্চ হোল দেওয়া হয়নি। একটি লিক অনুযায়ী এই ফোনের প্রাইমারি ডিসপ্লের সাইজ 6.8 ইঞ্চি হতে পারে। এবং শোনা যাচ্ছে ফোনটির সেকেন্ডারি ডিসপ্লে 4 ইঞ্চির হবে।

প্রসঙ্গত কিছু দিন আগে গীকবেঞ্চে এই ফোনটি LGE LM-F100N মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। এই বেঞ্চমার্কিং সাইটে ফোনটি সিঙ্গেল কোরে 601 এবং মাল্টি কোরে 1843 পয়েন্ট পেয়েছে। লিস্টিং থেকে জানা গিয়েছিল এই ফোনটি অক্টাকোর স্ন‍্যাপড্রাগন কোয়ালকম প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হবে এবং এটি 1.80 বেস ক্লক স্পীডযুক্ত হবে। শোনা যাচ্ছে LGE LM-F100N ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765G এর সঙ্গে পেশ করা হবে। গীকবেঞ্চ টেস্ট অনুযায়ী এতে 8 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here