64MP ক‍্যামেরা ও 6.67 inch পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Xiaomi Mi 10T Lite

শাওমি আজ আন্তর্জাতিক মঞ্চে একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে তাদের ‘মি 10টি’ সিরিজ পেশ করেছে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Mi 10T 5G, Mi 10T Pro 5G ও Mi 10T Lite 5G পেশ করা হয়েছে। এর মধ্যে Mi 10T Lite 5G ফোনটি কোয়ালকমের নতুন স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। লুকের দিক থেকে এই ফোনটি আনেকটা ভারতে লঞ্চ হ‌ওয়া POCO X3 এর মতো দেখতে। তবে ফোনদুটির কালার সম্পূর্ণ আলাদা। চলুন জেনে নেওয়া যাক Mi 10T Lite 5G এর সমস্ত বিশেষত্ব সম্পর্কে।

আরও পড়ুন: লিস্টেড হল Jio 5G ফোন, এতে আছে 1GB RAM, শুরু হচ্ছে ‘Made in India’ 5G ফোনের যুগ

ডিসপ্লে

Mi 10T Lite 5G ফোনটি কোম্পানি তাদের Mi 10T 5G এবং Mi 10T Pro 5G এর মতো পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চিন পার্ট আছে। স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। Mi 10T Lite 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড এবং এটি 120 হার্টস রিফ্রেসরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে।

হার্ডওয়্যার

Mi 10T Lite 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনটি কোয়ালকমের সবচেয়ে দ্রুতগতির 5জি চিপসেট নামে পরিচিত স্ন‍্যাপড্রাগন 750জি তে রান করে। এছাড়া এতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে।

আরও পড়ুন: ডেটা চুরি করে এই 17টি বিপজ্জনক মোবাইল অ্যাপ, এখনই ডিলিট করুন

ক‍্যামেরা

কোম্পানি তাদের Mi 10T Lite 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও পোর্ট্রেট শটের জন্য 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi 10T Lite 5G তে 4,820 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিঙের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি আছে। এই ফোনের সঙ্গেই 33 ওয়াটের চার্জার পাওয়া যাবে। এছাড়া থার্মাল ম‍্যানেজমেন্টের জন্য এতে লিকুইড কুলিং টেকনোলজিও আছে।

আরও পড়ুন: Lava আনছে 5টি নতুন সস্তা ‘ইন্ডিয়ান’ ফোন, চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দেবে এই লো বাজেট ফোন

অপারেটিং সিস্টেম ও কানেক্টিভিটি ফিচার

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, এন‌এফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12 এ কাজ করে।

দাম

মার্কেটে Mi 10T Lite 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ EUR 279 (প্রায় 24,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে EUR 329 (প্রায় 28,300 টাকা)। ফোনটির বেস ভেরিয়েন্টটি আগামী 13 অক্টোবর ফ্ল‍্যাশ সেলে বেচা হবে। Mi 10T Lite 5G ফোনটি Atlantic Blue, Rose Gold Beach ও Pearl Gray কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here