চাইনিজ কোম্পানিকে Micromax এর আঘাত, লঞ্চ হল 5000mAh ও 48MP রেয়ার ক‍্যামেরাযুক্ত দুটি নতুন স্মার্টফোন

ভারতীয় মোবাইল কোম্পানি Micromax আবার স্মার্টফোন মার্কেটে ফিরে এসেছে। প্রায় দুই বছর পর আজ কোম্পানি তাদের নতুন ‘In’ সিরিজে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি ‘আও করে চীনি কম’ ট‍্যাগলাইন ব‍্যবহার করে এই নতুন ফোনদুটির মাধ্যমে ভারতীয়দের মনে নিজের জায়গা করে নিতে চাইছে। একে ‘মেড ইন ইন্ডিয়া’ ফোন তার ওপর ভারতীয় কোম্পানি হ‌ওয়ায় এই ফোনগুলির প্রভাব সরাসরি মার্কেটের অন‍্যান‍্য চাইনিজ ব্র‍্যান্ডের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক Micromax In সিরিজের নতুন Micromax In Note 1 এবং In 1b এর সমস্ত ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী প্রসেসর ও ইউনিক ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Nokia 10 PureView

সুন্দর ডিজাইন

ডিজাইনের দিক থেকে Micromax In Note 1 এবং In 1b ফোনদুটি যথেষ্ট আলাদা। Micromax In Note 1 ফোনটির ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে মাঝ বরাবর দেওয়া কাট‌আউটের মধ্যে সেলফি ক‍্যামেরা সেন্সর অবস্থিত। পাঞ্চ হোল থাকার ফলে ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস। তবে স্ক্রিনের নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট আছে। এছাড়া ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন‍্যদিকে কোম্পানি তাদের Micromax In 1b ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটির ক্ষেত্রেও ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে চ‌ওড়া বডি পার্ট আছে। এতে ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Micromax In Note 1 এর মতোই In 1b তেও ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

আরও পড়ুন: লিক হল Moto G10 Play এর ডিজাইন ও স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে এই সুন্দর ফোনটি

অসাধারণ ডিসপ্লে

Micromax In Note 1 এ 21:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং পাঞ্চ হোল কাট‌আউটসহ 6.67 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। অন‍্যদিকে লো বাজেটের Micromax In 1b তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.52 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে আছে।

ক‍্যামেরার কামাল

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের Micromax In Note 1 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 78-degree FoV এর ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jio ও Airtel এর আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত Vi, জেনে নিন কতটা বাড়বে রিচার্জের খরচ

আবার Micromax In 1b এর ব‍্যাক প‍্যানেলে দেওয়া ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব‍্যাটারী ও রিভার্স চার্জিং

Micromax In Note 1 এবং In 1b উভয় ফোনে কোম্পানি রিভার্স চার্জিং টেকনোলজি যোগ করেছে। অর্থাৎ এই ফোনদুটি ব‍্যবহার করে অন‍্য যে কোনো ফোন ওটিজির মাধ্যমে চার্জ করা যায়। উভয় স্মার্টফোন অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। সবচেয়ে বড় কথা ফোনদুটি আগামী অ্যান্ড্রয়েড 11 ও অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম সেল‌আউট হলে আপডেট হয়ে যাবে। সিকিউরিটির জন্য ফোনদুটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফোনদুটিতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। তবে Micromax In Note 1 এ 18W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এবং In 1B এ 10W ফাস্ট চার্জিং আছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে উভয় ফোনে 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে সস্তা Samsung Galaxy M02, জেনে নিন ডিটেইলস

হার্ডওয়্যার

In-সিরিজের ফোনদুটি মিডিয়াটেক চিপসেটে রান করে, যা কোম্পানি আগেই জানিয়ে দিয়েছিল। Micromax In Note 1 ফোনটিতে HyperEngine গেমিং ফিচারযুক্ত MediaTek Helio G85 SoC এর সঙ্গে 4GB ও 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ আছে। অন‍্যদিকে In 1b এ MediaTek Helio G35 SoC এর সঙ্গে Mali-G52 GPU দেওয়া হয়েছে। এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 64GB মেমরি এবং 2GB র‍্যাম ও 32GB স্টোরেজ আছে।

দাম

Micromax IN 1b ফোনটি কোম্পানি 6,999 টাকা দামে পেশ করেছে। এই দাম ফোনটির 2GB র‍্যাম ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। এছাড়া ফোনটির 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7,999 টাকা। এই সিরিজের বড় ফোন অর্থাৎ Micromax IN Note 1 এর 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 6GB র‍্যাম ও 64GB মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনদুটি আগামী 24 নভেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here