দুর্ধর্ষ ডিসকাউন্ট! 29,999 টাকা দামের OPPO Mobile পাওয়া যাবে মাত্র 12,765 টাকায়, 67% শতাংশ পর্যন্ত ছাড়

এই বছরের শুরুতে OPPO ভারতে তাদের Oppo Reno 8T লঞ্চ করেছিল। 108MP Camera সহ এই ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই সুন্দর ফোনটি উৎসবের মরশুমে দুর্দান্ত ডিসকাউন্টের সঙ্গে সেল করা হচ্ছে। Croma তে 30 জাজার টাকা রেঞ্জের এই ফোনটি মাত্র 12,765 টাকা দামে বিক্রি করা হচ্ছে। আরও পড়ুন: সামনে এল Redmi 13C এর টিজার, গ্লোবাল আমাজনে লিস্টেড হল দাম এবং স্পেসিফিকেশন

OPPO ফোনে ডিসকাউন্ট

OPPO Reno 8T ফোনটি ক্রোমাতে 67 শতাংশেরও বেশি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ফোনের লঞ্চ প্রাইস ছিল 29,999 কিন্তু এখন মাত্র 12,765 টাকা দামে এই ফোনটি সেল করা হচ্ছে। সবচেয়ে বড় কথা এটি কোনো ব্যাঙ্ক অফার বা ক্যাশব্যাক নয় বরং ফ্ল্যাট ডিসকাউন্ট।

এই বিরাত ডিসকাউন্ট ছাড়াও কেউ যদি IDFC Bank credit card ব্যাবহার করেন তবে তাঁরা 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন। এটি এই ফোনের 8GB RAM + 128GB storage ভেরিয়েন্টের দাম এবং ফোনটি unrise Gold ও Midnight Black কালারে সেল করা হয়। আরও পড়ুন: শক্তিশালী চার্জিং ক্যাপাসিটি সহ সামনে এল OnePlus 12, 3সি সাইটে লিস্টেড হল এই ফোন

কেনা উচিৎ কি না?

জানিয়ে রাখি Oppo Reno 8T ফোনটি জানুয়ারি, 2023 এ লঞ্চ করা হয়েছিল এবং ফেব্রুয়ারি, 2023 থেকে সেল করা হয়। কোম্পানি এই ফোনটির পর তাদের ‘রেনো’ সিরিজে শক্তিশালী স্পেসিফিকেশন সহ OPPO Reno10, Reno10 Pro এবং Reno10 Pro+ ফোনগুলিও পেশ করেছিল। Reno 8T ফোনটির স্পেসিফিকেশন যথেষ্ট শক্তিশালী হলেও কিছুটা পুরনো বটে। তবে যেহেতু ফোনটি মাত্র 12 হাজার টাকার রেঞ্জে পাওয়া যাচ্ছে তাই এটি নিঃসন্দেহে একটি বেস্ট ডিল এবং এই সুযোগে ফোনটি কেনাই যায়।

Oppo Reno 8T এর স্পেসিফিকেশন

  • 6.7″ FHD+ 120Hz Screen
  • Qualcomm Snapdragon 695
  • 32MP Front Camera
  • 108MP Rear Camera
  • 67W SUPERVOOC
  • 4,800mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.2 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 619 জিপিইউ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 8T ফোনটিতে 4,800 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

5জি ব্যান্ড: এই ফোনটি n1, n3, n5, n7, n8, n20, n28, n38, n40, n41, n66, n77 এবং n78 সহ 13 5G Bands সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here