ভারতে লঞ্চ হল Moto G73 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

Highlights

  • Moto G73 5G স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে রয়েছে।
  • Moto G73 5G স্মার্টফোনে MediaTek Dimensity 930 চিপসেট দেওয়া হয়েছে।
  • 16 মার্চ থেকে Flipkart-এ Moto G73 5G স্মার্টফোনের সেল শুরু হবে।

Motorola আজ ভারতীয় টেক মার্কেটে তাদের নতুন মোবাইল Moto G73 5G লঞ্চ করেছে। ভারতে আসার আগে গতমাসে কোম্পানি এই ফোনটি ইউরোপে লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটের বিশেষত্ব হল এই ফোনে MediaTek Dimensity 930 চিপসেট, 13 5G ব্যান্ড সাপোর্ট এবং 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম, সেল এবং সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরাসহ লঞ্চ হল Realme C33 স্মার্টফোন, জেনে নিন দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

Moto G73 5G স্মার্টফোনের দাম

Moto G73 5G স্মার্টফোনটি কোম্পানি 18,999 টাকা দামে লঞ্চ করেছে। ডিসকাউন্টের পরে, এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটি লঞ্চ অফারের অধীনে মাত্র 16,999 টাকায় পাওয়া যাবে। কোম্পানি Moto G73 5G ফোনটি Lucent White এবং Midnight Blue এই দুটি কালার অপশনে পেশ করেছে।এই ফোনটি 16 মার্চ থেকে অনলাইন এবং অফলাইন মার্কেটের পাশাপাশি ই-কমার্স সাইট Flipkart এ সেলের জন্য পাওয়া যাবে।

Moto G73 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

Moto G73 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশরেট সাপোর্ট সহ একটি 6.5-ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে রয়েছে, যা 20:9 অ্যাসপেক্ট রেশিও, 90 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এই ফোনে সেলফি শুটারের জন্য ফ্রন্টে একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এছাড়াও, কোম্পানি বলেছে যে এটি MediaTek Dimensity 930 চিপসেট সহ ভারতে লঞ্চ হওয়া প্রথম হ্যান্ডসেট। এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আরও পড়ুন: কোন POCO ফোনে কবে পাওয়া যাবে MIUI 14 আপডেট, দেখে নিন শিডিউল

এই স্মার্টফোনটি ডুয়াল-রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 118-ডিগ্রী FoV সহ একটি 8MP সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে৷ এই ফোনে পোট্রেট এবং ম্যাক্রো শটগুলির জন্যও সাপোর্ট রয়েছে। সেলফির জন্য এই ডিভাইসটিতে F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

এই ফোনটি Android 13 OS এ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 30W টার্বো চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটি IP52 রেটিং সাপোর্ট করে যা ফোনটিকে স্প্ল্যাশ প্রুফ করে তোলে। এছাড়াও এই ডিভাইসটিতে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের মধ্যে এই ফোনে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.3, NFC, GPS এবং USB Type-C সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: চাইনিজ ফোনগুলিকে চ্যালেঞ্জ জানাতে শীঘ্রই মার্কেটে আসছে Lava Agni 2 5G স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here