এইচএমডি গ্লোবালের ব্র্যান্ড নোকিয়ার নতুন ফোন 8.1 সম্পর্কে সমালোচনা অনেক দিন ধরেই চলে আসছে। আজ কোম্পানি ফোনটি লঞ্চ করেছে। হাওয়াইতে আয়োজিত একটি কনফারেন্সে কোম্পানি ফোনটি লঞ্চ করেছে। বলা হচ্ছিল কিছু দিন আগে চীনে লঞ্চ হওয়া নোকিয়া এক্স7 ফোনটিই গ্লোবাল মার্কেটে 8.1 প্লাস নামে সেল করা হবে এবং ফোনটি লঞ্চের পর এই কথা প্রায় সত্যি প্রমাণ হল। নোকিয়া 8.1 এর স্পেসিফিকেশন প্রায় নোকিয়া এক্স7 এর কাছাকাছি। ফোনটি লঞ্চের সঙ্গে সঙ্গে কোম্পানি এই আন্তর্জাতিক সেল সম্পর্কেও বলেছে এবং ভারতও এই লিস্টের অন্তর্ভুক্ত। 10 ডিসেম্বর ভারতে এইচএমডি গ্লোবাল একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং আশা করা হচ্ছে এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি নোকিয়া 8.1 লঞ্চ করবে।
এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন
নোকিয়া 8.1 ফোনটিতে 18.7:9 আসপেক্ট রেশিওসহ বেজল লেস ডিসপ্লে আছে। ফোনের ওপর দিকে নচ আছে। এই নচের মধ্যে সেলফি ক্যামেরার সঙ্গে অন্যান্য সেন্সর আছে। কোম্পানি এতে 2246 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.18 ইঞ্চির টিএফটি স্ক্রিন দিয়েছে যা গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। মেটাল ফ্রেমে তৈরি এই ফোনের ব্যাক প্যানেলে গ্লাস দেওয়া হয়েছে। ফোনটির কোয়ালিটি অত্যন্ত সুন্দর। সাইড প্যানেলে ডায়মন্ড কাটের ব্যবহার করেছে যা একে আরও আকর্ষণীয় করে তোলে। ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাচ্ছে।
নোকিয়া 8.1 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানি এতে অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টিগ্ৰেশনের ব্যবহার করেছে। অর্থাৎ এতে কমপক্ষে দুবছর পর্যন্ত অ্যান্ড্রয়েডের আপডেট পাওয়া যাবে।
আসুস জেনফোন ম্যাক্স প্রো এম2 ও ম্যাক্স এম2 লঞ্চ, শাওমি ও রিয়েলমির জন্য কড়া প্রতিদ্বন্দ্বী
এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেটে রান করে এবং এই ফোনে অক্টাকোর (2.2 গিগাহার্টস, ডুয়েল কোর, ক্রয়ো 360 + 1.7 গিগাহার্টস, হেক্সাকোর, ক্রয়ো 360) প্রসেসর দেওয়া হয়েছে। নোকিয়া 8.1 গ্লোবাল মঞ্চে দুটি র্যাম ভেরিয়েন্ট ও তিনটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের একটি ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। অপর ভেরিয়েন্টগুলিতে 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে এবং এতে 400 জিবি পর্যন্ত মেমরি কার্ডের ব্যবহার করা যাবে।
ফোটোগ্ৰাফির জন্য নোকিয়া 8.1 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেল প্রাইমারি ও 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ফোনে কার্ল জেসিস ক্যামেরা সেন্সরের ব্যবহার করেছে যা ওআইএসের সঙ্গে সুন্দর ফোটো ক্যাপচার করতে সক্ষম। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
7 বছরের এই বাচ্চা বছরের সবথেকে বড়ো ইউটিউবার, যার এক বছরের আয় 155 কোটি টাকা
নোকিয়া 8.1 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য নোকিয়া 8.1 এ ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 3,500 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
ব্লু সিলভার, স্টীল কপার ও আয়রন স্টীল কালার ভেরিয়েন্টে নোকিয়া 8.1 ফোনটি পাওয়া যাবে। এই ফোনটির দাম 399 ইউরো রাখা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 31,000 টাকা।