Home খবর iPhone 15 লঞ্চ হতেই কমে গেল পুরনো আইফোনের দাম, জেনে নিন বিস্তারিত

iPhone 15 লঞ্চ হতেই কমে গেল পুরনো আইফোনের দাম, জেনে নিন বিস্তারিত

দীর্ঘ অপেক্ষার পর ভারতে iPhone 15 Series লঞ্চ হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে সিরিজের চারটি ফোন Apple iPhone 15, 15 Plus, 15 Pro এবং iPhone 15 Pro Max পেশ করা হয়েছে। নতুন আইফোন লঞ্চ হতেই কোম্পানি তাদের কিছু পুরনো আইফোন মডেলের দাম কমিয়ে দিয়েছে। মোট 6টি আইফোন মডেলের প্রাইস কাট ঘোষণা করা হয়েছে। কোন ফোনটি কত সস্তা করা হল সেই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

দাম কমল এইসব আইফোনের

মডেল
লঞ্চ প্রাইস
নতুন দাম
কমেছে
iPhone 13 128GB ₹69,900 ₹59,900 ₹10,000
iPhone 13 256GB ₹79,900 ₹69,900 ₹10,000
iPhone 13 512GB ₹99,900 ₹89,900 ₹10,000
মডেল
লঞ্চ প্রাইস নতুন দাম কমেছে
iPhone 14 128GB ₹79,900 ₹69,900 ₹10,000
iPhone 14 256GB ₹89,900 ₹79,900 ₹10,000
iPhone 14 512GB ₹109,900 ₹99,900 ₹10,000
মডেল
লঞ্চ প্রাইস নতুন দাম কমেছে
iPhone 14 Plus 128GB ₹89,900 ₹79,900 ₹10,000
iPhone 14 Plus 256GB ₹99,900 ₹89,900 ₹10,000
iPhone 14 Plus 512GB ₹119,900 ₹109,900 ₹10,000

ভারতে বন্ধ হল এইসব আইফোন

জানিয়ে দিই নতুন আইফোন সিরিজলঞ্চের পাশাপাশি কোম্পানি তাদের কিছু পুরনো আইফোন মডেল ডিসকন্টিনিউও করে দিয়েছে। অর্থাৎ এখন থেকে অ্যাপেল আর এই ফোনগুলি তৈরি করবে না এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনগুলি কেনাও যাবে না। তবে অফলাইন রিটেইল স্টোর এবং ফ্লিপকার্ট, আমাজন ও রিলায়েন্সের মতো শপিং সাইটে স্টক থাকা পর্যন্ত সেল করা হবে।

iPhone 15 Series এর দাম

iPhone 15 এর দাম

মডেল
দাম
128GB ₹79,900
256GB ₹89,900
512GB ₹1,09,900

iPhone 15 Plus এর দাম

মডেল দাম
128GB ₹89,900
256GB ₹89,900
512GB ₹1,19,900

iPhone 15 Pro এর দাম

মডেল দাম
128GB ₹1,34,900
256GB ₹1,44,900
512GB ₹1,64,900
1TB ₹1,84,900

iPhone 15 Pro Max এর দাম

মডেল দাম
256GB ₹1,59,900
512GB ₹1,79,900
1TB ₹1,99,900

 

ভারতে নতুন আইফোন সিরিজ 15 সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাবে এবং আগামী 22 সেপ্টেম্বর থেকে ফোনগুলির সেল শুরু হবে। সিরিজের iPhone 15 ও 15 Plus ফোনগুলি Pink, Yellow, Green Blue ও Black কালারে পেশ করা হয়েছে এবং iPhone 15 Pro ও 15 Pro Max ফোনদুটি Black Titanium, White Titanium, Blue Titanium ও Natural Titanium কালারে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন