Home খবর প্রকাশ্যে এল ভারতে OnePlus 13s ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

প্রকাশ্যে এল ভারতে OnePlus 13s ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

আমারা OnePlus 13s ফোনটির ভারতীয় লঞ্চের আগেই দাম সম্পর্কে জানতে পেরেছি। আগামী 5 জুন ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনটির গুরুত্বপূর্ণ তথ্য টিজ করা হচ্ছে এবং দাম সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আসছে। অন্যদিকে টিপস্টার যোগেশ ব্রার আমাদের জানিয়েছেন OnePlus 13s ফোনটি দাম প্রায় 55,000 টাকার কাছাকাছি রাখা হবে। এই ফোনটির বিশেষত্ব হল এর কম্প্যাক্ট ফার্ম ফ্যাক্টার এবং Snapdragon 8 Elite চিপসেট সহ ফ্ল্যাগশিপ লেবেলের স্পেসিফিকেশন। এছাড়া সম্প্রতি OnePlus এর লঞ্চ করা AI ফিচার সহ ফোনটি পেশ করা হবে। একইসঙ্গে ফোনটিতে কাস্টমাইজেবল ‘Plus Key’ দেওয়া হবে, এটি আগের অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে ব্যাবহার করা হবে।

OnePlus 13s এর সম্ভাব্য প্রাইস রেঞ্জ

OnePlus 13s সম্পর্কে জানা গেছে:

বর্তমানে এখনও পর্যন্ত OnePlus 13s ফোনের ব্যাটারি, চার্জিং স্পীড এবং ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। আগামী 5 জুন ফোনের লঞ্চের সঙ্গে এর অফিসিয়াল দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাবে।