Home খবর 13s ফোনের থেকে বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OnePlus 15s স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

13s ফোনের থেকে বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OnePlus 15s স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

বেশ কিছু দিন আগেই OnePlus 13 এবং OnePlus 13R ফোনের পর, ওয়ানপ্লাস ভারতে তাদের ’13 নাম্বার’ সিরিজের OnePlus 13s ফোনটি লঞ্চ করা হয়েছে। এবার ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানি এই মডেলের আপগ্রেড ভার্সন হিসাবে OnePlus 15s ফোনটি পেশ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিকের OnePlus 15s ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

OnePlus 15s এর লিক ডিটেইলস

টেক ওয়েবসাইট জিএসএম এরিনা মাধ্যমে OnePlus 15s ফোনের তথ্য জানা গেছে। লিকের মাধ্যমে আসন্ন ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে পাওয়া তথ্য অনুযায়ী ফোনের ডিসপ্লে সাইজ OnePlus 13s ফোনের মতো রাখা হবে। অর্থাৎ নতুন OnePlus 15s ফোনে LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.32 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হতে পারে।

OnePlus 13s 5G ফোনে ফটোগ্রাফির জন্য OIS ফিচার সহ 50MP Sony LYT700 প্রাইমারি সেন্সর + 50MP টেলিফটো লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। লিক অনুযায়ী আসন্ন OnePlus 15s ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনে Telephoto লেন্স সহ থার্ড ultra-wide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

ব্যাটারির ক্ষেত্রেও OnePlus 13s 5G ফোনের তুলনায় OnePlus 15s ফোনটিতে বড় আপগ্রেড লক্ষ্য করা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে উপস্থিত ‘এস’ মডেলের থেকে OnePlus 15s ফোনে বেশি ক্যাপাসিটি ব্যাটারি ব্যাবহার করা হবে। এখনও পর্যন্ত লিকের মাধ্যমে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে আগের OnePlus 13s মডেলে 5,850mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই OnePlus 15s ফোনে 6,000mAh বা বড় ব্যাটারি থাকতে পারে।

OnePlus 13s এর দাম এবং স্পেসিফিকেশন

দাম

ভারতে OnePlus 13s ফোনটি 12GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির 256GB মডেলের দাম 54,999 টাকা এবং 512GB ভেরিয়েন্টের দাম 59,999 টাকা রাখা হয়েছে। OnePlus 13s ফোনটি Green Silk, Black Velvet ও Pink Satin কালার অপশনে সেল করা হচ্ছে।

ডিজাইন

কোম্পানির OnePlus 13s ফোনটি কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন এবং এটিকে Handiest OnePlus Phone এর তকমা দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের চারদিকে মাত্র 1.34mm চওড়া আলট্রা থিন সাইড বেজল দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস মাত্র 71.7mm। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে বিশেষ ধরনের 3D ডিজাইন ব্যাবহার করা হয়েছে।

ফোনটির বাঁদিকের ফ্রেমে কাস্টোমাইজেবল Plus Key রয়েছে, যার সাহায্যে অ্যালার্ট স্লাইডারের সঙ্গে ফোনের বিভিন্ন ফিচার কুইক অ্যাক্সেস করা যায়। এছাড়াও এই বাটন প্রেস করে ফোনের OnePlus AI ব্যাবহার করা যায় এবং টাস্ক কম্যান্ড দেওয়া যায়।

স্পেসিফিকেশন

ডিসপ্লে

OnePlus 13s ফোনে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির Full HD+ 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ম্পাক্ত ফ্ল্যাট ডিসপ্লে 1-120Hz ডায়নামিক রিফ্রেশ রেট, 1600nits ব্রাইটনেস এবং 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

OnePlus 13s 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 বেসড OxygenOS 15.0 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্রসেসর রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর চিপে 3.53GHz ক্লক স্পীডযুক্ত হেক্সাকোর এবং 4.32GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল কোর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 25,81,355 AnTuTu score পেয়েছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 830 GPU যোগ করা হয়েছে।

ক্যামেরা

OnePlus 13s 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত, 24mm ফোকাল লেন্থ ও OIS ফিচার সহ 50MP Sony LYT700 প্রাইমারি সেন্সর এবং f/2.0 অ্যাপার্চার ও 2x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13s 5G ফোনে 5,850mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমাদের টেস্টে 16 ঘন্টা 34 মিনিট PC Mark স্কোর পেয়েছে। টেস্ট চলাকালীন 20% থেকে 100% চার্জ হতে 42 মিনিট লেগেছে।