Motorola Edge 50 Neo নাকি realme 13 Plus 5G? জেনে নিন 25 হাজার টাকা রেঞ্জে কোন ফোনটি সেরা

জাআর তাদের 25,000 টাকা রেঞ্জে নতুন শক্তিশালী স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টে সম্প্রতি লঞ্চ করা দুটি ফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল। Motorola Edge 50 Neo এবং Realme 13+ 5G ফোনদুটি এই সেগমেন্টের লেটেস্ট স্মার্টফোন। এই পোস্টে দুটি ফোনের দাম এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখানো হল।

দামের তুলনা

Motorola Edge 50 Neo ফোনের দাম

  • 8GB RAM + 256GB Storage – 23,999 টাকা

Motorola Edge 50 Neo ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 23,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি PANTONE Poinciana, PANTONE Grisaille, PANTONE Lattè এবং PANTONE Nautical Blue কালারে সেল করা হবে।

Realme 13+ 5G ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – 22,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 24,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage – 26,999 টাকা

Realme 13+ 5G ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 22,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে 12GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Victory Gold, Speed Green এবং Dark Purple কালার অপশনে সেল করা হবে।

লুকের তুলনা

Motorola Edge 50 Neo ফোনের ছবি

Realme 13+ 5G ফোনের ছবি

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Motorola Edge 50 Neo Realme 13+ 5G
ডিসপ্লে 6.4″ 1.2K 120Hz pOLED 6.67″ FHD+ 120Hz OLED
প্রসেসর MediaTek Dimensity 7300 MediaTek Dimensity 7300 Energy
স্টোরেজ 8GB RAM + 256GB Storage 12GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত Storage
Virtual RAM 8GB RAM Boost 3.0 14GB Dynamic RAM
ওএস Android 14 + My UX Android 14 + realme UI
রেয়ার ক্যামেরা 50MP LYT 700C + 13MP Ultrawide + 10MP Telephoto 50MP Sony LYT 600 + 2MP Mono
ফ্রন্ট ক্যামেরা 32MP Selfie 16MP Selfie
ব্যাটারি 4,310mAh Battery 5,000mAh Battery
চার্জিং 68W TurboPower + 15W Wireless Charging 80W Ultra Charge
5G Band 14 5G Bands 9 5G Bands
ওয়াটার প্রুফ IP68 + MIL-STD 810H IP65

 

ডিসপ্লে

Motorola Edge 50 Neo ফোনে 1256 × 2760 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.4-ইঞ্চির 1.2কে ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPO pOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে। এই স্ক্রিনে 3000 নিট ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে।

Realme 13+ 5G ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। স্যামসাঙ E4 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই স্ক্রিনে Rainwater Smart Touch ফিচার রয়েছে।

প্রসেসর

Motorola Edge 50 Neo ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5 গিগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী-জি615 জিপিইউ রয়েছে।

Realme 13+ 5G ফোনে চারটি 2.5 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কর্টেক্স এ78 কোর এবং চারটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কর্টেক্স এ55 কোর সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিচের জন্য এই ফোনে মালী-জি615 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ

Motorola Edge 50 Neo ফোনটি সিঙ্গেল স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। এতে 8GB LPDDR4X RAM রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে RAM Boost 3.0 ফিচার যোগ করা হয়েছে। ফলে এই ফোনে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 256GB UFS 2.2 Storage রয়েছে।

Realme 13+ 5G ফোনটি 8GB এবং 12GB RAM সহ পেশ করা হয়েছে। এতে LPDDR4X RAM ব্যাবহার করা হয়েছে। এই ফোনটি 14GB Dynamic RAM ফিচার সাপোর্ট করে, ফলে এতে মোট 26GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি 128GB এবং 256GB UFS 3.1 Storage অপশনে সেল করা হয়।

ক্যামেরা

Motorola Edge 50 Neo ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT-700C প্রাইমারি, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 10MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Realme 13+ 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT-600 প্রাইমারি এবং 2MP মোনো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 Neo ফোনে 68 ওয়াট টার্বো পাওয়ার টেকনোলজি এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,310mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Realme 13 Plus 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80 ওয়াট আলট্রা চার্জ ফিচার সহ 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

কোন ফোনটি ভালো?

প্রসেসরের দিক থেকে Motorola Edge 50 Neo এবং Realme 13+ 5G প্রায় একইরকম। চিপসেটের ক্ষমতা এবং ক্লক স্পীডের খুব একটা পার্থক্য নেই। যেহেতু পারফরমেন্সের ওপর RAM-এরও কিছুটা অবদান থাকে তাই বেশি RAM এর দৌলতে Realme ফোনটি এগিয়ে রয়েছে।

RAM ছাড়াও Realme ফোনটিতে Motorola ফোনটির UFS 2.2 এর চেয়ে ফাস্ট UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। Realme ফোনটির ব্যাটারিও Motorola ফোনটির চেয়ে বড় এবং চার্জিং স্পীডও বেশি। তবে Motorola ফোনটির ওয়ারলেস্ন চার্জিং এই ফোনের একটি অন্যতম প্লাস পয়েন্ট।

Motorola Edge 50 Neo ফোনটির ওয়াটার প্রুফিঙের পাশাপাশি এই ফোনের মিলিটারি গ্রেড মজবুত বডিও Realme ফোনটির চেয়ে যথেষ্ট শক্তিশালী করে তোলে। Motorola ফোনটির ডিসপ্লে Realme ফোনটির চেয়ে বেশি ভালো। একইভাবে ফটোগ্রাফি সেগমেন্টেও Realme ফোনটিকে পিছনে ফেলে Motorola Edge 50 Neo ফোনটি বিজয়ী হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here