Apple এবং Google এর নামে মামলা করল PUBG প্রস্ততকারী কোম্পানি, আনা হয়েছে বড়সড় আরোপ

জনপ্রিয় মোবাইল গেম পাবজি প্রস্ততকারী বিখ্যাত ডেভেলপার কোম্পানি Krafton টেক জগতের অন‍্যতম বিভিন্ন মহান কোম্পানির নামে আদালতে মোকদ্দমা করেছে। এই কোম্পানির লিস্টে অন‍্য কোনো কোম্পানি নয়, স্বয়ং গুগল এবং অ্যাপেল। এছাড়াও কোম্পানি Free Fire ও Free Fire Max ডেভেলপার কোম্পানি Garena এর বিরুদ্ধেও অভিযোগ করেছে। এর পাশাপাশি Krafton এর অভিযোগের লিস্টে রয়েছে ইউটিউবের নাম‌ও। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেন ক্রাফ্টন এত সব স্বনামধন্য টেক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বসে আছে।

Krafton তার Apple ও Google এর বিরুদ্ধে আনা অভিযোগে জানিয়েছে বিখ্যাত গেম Free Fire এবং Free Fire Max গেমটি পাবজি গেম কপি করেছে। তা সত্ত্বেও গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে এই গেমদুটিকে স্থান দেওয়া হয়েছে। অন‍্যদিকে ইউটিউবের বিরুদ্ধে Krafton এর বক্তব্য, তারা তাদের প্ল‍্যাটফর্মে ফ্রি ফায়ার গেমের গেমপ্লে লাইভ করেছে যা ঠিক নয়। এক কথায় কপিরাইটের ভিত্তিতে এই মামলা করা হয়েছে।

ক্রাফ্টনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম‍্যাক্স গেমদুটি পাবছি গেমের কিছু ফিচার ব‍্যাপকহারে কপি করেছে। কপি করা এইসব ফিচারের মধ্যে ইউনিক গেম ওপেনিং, এয়ারড্রপ, গেম স্ট্রাকচার এবং প্লে, অস্ত্রশস্ত্র এবং কবচ ছাড়াও আরও কিছু ফিচার উল্লেখযোগ্য। Krafton এর অভিযোগ Garena তাদের গেমের বিভিন্ন ফিচার কপি করে কোটি কোটি টাকা কামাচ্ছে এবং ইতিমধ্যে কামিয়ে নিয়েছে।

জানিয়ে রাখি, পাবজির ডেভেলপার কোম্পানি এই প্রথম কোনো কোম্পানির নামে কেস করেছে এমন কিন্তু নয়। এর আগে 2018 সালে ক্রাফ্টন আরেকটি জনপ্রিয় গেম Fortnite এর বিরুদ্ধেও অভিযোগ করেছিল। এছাড়া বর্তমান মামলায় ক্রাফ্টন আরও জানিয়েছে গ‍্যারিনা 2017 সালে সিঙ্গাপুরে পাবজি গেমের হুবহু কপি করে একটি গেম লঞ্চ করেছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here