Home খবর 16 জুন লঞ্চ হতে চলেছে কম দামের Realme Narzo 80 Lite 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

16 জুন লঞ্চ হতে চলেছে কম দামের Realme Narzo 80 Lite 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভারতের বাজারে Realme তাদের বাজেট রেঞ্জে নতুন একটি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 16 জুন Realme Narzo 80 Lite 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। লঞ্চের আগেই আপকামিং স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে স্মার্টফোনের শক্তিশালী 6,000এমএইচ ব্যাটারি এবং মাত্র 7.94mm থিকনেস সহ আল্ট্রা স্লিম বডি সম্পর্কে জানানো হয়েছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে এই তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Narzo 80 Lite 5G স্মার্টফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Realme Narzo 80 Lite 5G এর লঞ্চ ডেট এবং ডিজাইন

Realme Narzo 80 Lite 5G এর ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে মাইক্রো সাইডের মাধ্যমে জানানো হয়েছে স্মার্টফোনটিতে দীর্ঘমেয়াদি পাওয়ার ব্যাকআপের জন্য বড় 6000mAh ব্যাটারি দেওয়া হবে। একইসঙ্গে স্মার্টফোনে রিভার্স চার্জিং ফিচার থাকবে। এর ফলে এটি অন্যান্য ডিভাইসকেও চার্জ করতে পারবে। অর্থাৎ স্মার্টফোনটি কম বাজেট রেঞ্জে লঞ্চ হওয়া সত্ত্বেও এতে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। বেশ কয়েক দিন আগেই আপকামিং স্মার্টফোনের অন্যান্য লিক প্রকাশ্যে এসেছিল। নিচে Realme Narzo 80 Lite 5G স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Realme Narzo 80 Lite 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন