Realme আনতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ যা বিক্রি হবে শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরে

Realme সবে মাত্র ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে এক সঙ্গে দুটি নতুন স্মার্টফোন Realme X2 Pro এবং Realme 5s লঞ্চ করেছে। এই ফোনদুটির মধ্যে একদিকে Realme X2 Pro যেমন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন তেমনই কোম্পানি Realme 5s ফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করেছে। আর কয়েক দিনের মধ্যেই এই ফোনদুটির সেল শুরু হয়ে যাবে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। অনলাইন প্ল‍্যাটফর্মে হিট স্মার্টফোন ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে বেচা হয়, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই আউট অফ স্টক হ‌ওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু এবার Realme এর পক্ষ থেকে এমন খবর পাওয়া গেছে যা কোম্পানির ফ‍্যানদের খুশি করতে পারে।

আরও পড়ুন : 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল Vivo U20, মাত্র 10,990 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই দুর্দান্ত স্মার্টফোন

 Realme সম্পর্কে বলা হচ্ছে যে কোম্পানি এমন একটি স্মার্টফোন সিরিজে কাজ করছে যা শুধুমাত্র অফলাইন মার্কেটে বিক্রি করা হবে। কোম্পানি সম্পর্কে এই খবর নিউজ এজেন্সি পিটিআই এর পক্ষ থেকে পাওয়া গেছে। পিটিআই জানিয়েছে Realme “অফলাইন সেন্ট্রিক স্মার্টফোন সিরিজে” কাজ করছে। এই সিরিজের স্মার্টফোন বিশেষভাবে রিটেইল স্টোর ও মোবাইল দোকানে বেচা হবে। 

2020 এর প্রথম তিনমাসের মধ্যে হবে লঞ্চ

খবর অনুযায়ী ভারতীয় স্মার্টফোন মার্কেটে নিজের রাজত্ব আরও শক্তিশালী করার উদ্দেশ্য নিয়েই কোম্পানি এই স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজ শুধুমাত্র অফলাইন প্ল‍্যাটফর্মে বেচা হবে। Realme তাদের এই সিরিজের নাম কি রাখবে এবং এই সিরিজে কোন কোন স্মার্টফোন পেশ করবে তা এখনও জানা যায়নি। তবে রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ স্বয়ং বলেছেন কোম্পানি আগামী বছর অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে তাদের অফলাইন সেন্ট্রিক স্মার্টফোন সিরিজ পেশ করে দেবে। 

আরও পড়ুন : এখন কল করার পর মাত্র একটি ম‍্যাসেজ পাঠিয়ে BSNL গ্ৰাহকরা পেতে পারেন ক‍্যাশব‍্যাক, জেনে নিন পদ্ধতি

মাধব শেঠ জিএফকে ডেটার ওপর ভিত্তি করে জানিয়েছেন Realme এই মুহূর্তে ভারতীয় অফলাইন স্মার্টফোন মার্কেটে 3 থেকে 5 শতাংশ অংশ দখল করে রেখেছে। কিন্তু কোম্পানির লক্ষ্য আগামী দিনে ভারতের স্মার্টফোন বাজারের অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই 30 থেকে 35 শতাংশের দখলদারি পাওয়া। মাধব শেঠের কথা অনুযায়ী এই টারগেট পেতে অফলাইন মার্কেটে কোম্পানির অস্তিত্ব আরও শক্তিশালী করতে হবে। আর এই জন‍্য‌ই ভারতে তারা নতুন অফলাইন সিরিজ নিয়ে আসতে চলেছে। 

Realme 5s

কয়েক দিন আগেই ভারতে দুটি ভেরিয়েন্টে Realme 5s ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানি 9,999 টাকা দামে লঞ্চ করেছে। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। আগামী 29 নভেম্বর থেকে Realme 5s ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। এই স্মার্টফোনটি ক্রিস্টাল ব্লু, ক্রিস্টাল রেড ও ক্রিস্টাল পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

আরও পড়ুন : মাত্র 17 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Xiaomi স্মার্টফোন, কোম্পানি লঞ্চ করল 100W চার্জিং টেকনোলজি

Realme X2 Pro

ভারতে কোম্পানির এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিও দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট‌ই হোয়াইট ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর সঙ্গে কোম্পানি Realme X2 Pro এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিযুক্ত মাস্টার এডিশন‌ও লঞ্চ করেছে, যার দাম 34,999 টাকা। আগামী 26 নভেম্বর থেকে Realme X2 Pro ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

Realme 5s এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন
Realme X2 Pro এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here