Realme আনছে শক্তিশালী ব‍্যাটারীসহ সস্তা 5G স্মার্টফোন, সেল করা হবে 10,000 টাকার কাছাকাছি দামে

ভারতের স্মার্টফোন মার্কেটে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলা রিয়েলমি খুব তাড়াতাড়ি লো বাজেটে 5জি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই সেগমেন্টে কোম্পানি ওয়ানপ্লাস ও মোটোরোলার মতো কোম্পানিগুলির ফোনকে টেক্কা দেবে। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে রিয়েলমির আগামী 5জি স্মার্টফোন অত‍্যন্ত কম দামে লঞ্চ করা হবে। তবে উল্লেখ্য দাম কম হলেও এই ফোনে শক্তিশালী ব‍্যাটারী ও দুর্দান্ত ফিচার পাওয়া যাবে। কিছু দিন আগে চীনের 3সি সার্টিফিকেশন সাইটে এই নতুন ফোনটি RMX3121 ও RMX3122 মডেল নাম্বারসহ দেখা গেছে। এবার ফোনটি সার্টিফিকেশন অথরিটি টেনাতে স্পট করা হয়েছে এবং এখান থেকে ফোনটির স্পেসিফিকেশন ও রেন্ডার‌ও পাওয়া গেছে।

আরও পড়ুন: জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়

লো বাজেটের 5G স্মার্টফোন

লিস্টিং থেকে জানা গেছে Realme RMX3121 একটি অ্যাফোর্ডেবল 5জি রেডি ফোন হবে এবং এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 6.52 ইঞ্চির ডিসপ্লে ও রিয়েলমি ইউআই কাস্টম স্কিনযুক্ত অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে।

দাম

আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানির সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন হল Realme Q2i, যার দাম RMB 999 অর্থাৎ প্রায় 11,300 টাকা। কোম্পানির আগামী ফোনটি সবার আগে কোম্পানির ঘরোয়া মার্কেট চীনে পেশ করা হতে পারে। মনে করা হচ্ছে এই ফোনটির দাম 10,000 টাকার আশেপাশে হবে।

আরও পড়ুন: মুছে গেল TikTok প্রেমীদের শেষ আশা, বন্ধ হল ভারতে ফেরার শেষ রাস্তা

ডিজাইন

টেনাতে দেওয়া ছবি অনুযায়ী ফোনে সেলফি ক‍্যামেরার জন্য ফ্রন্ট প‍্যানেলে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপের ক‍্যামেরা মডিউল থাকবে। রেন্ডার দেখে মনে করা হচ্ছে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

ফিচার

Realme RMX3121 ফোনটির ডায়মেনশন 163.9 × 75.7 × 8.4 এম‌এম হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,890 (মার্কেটে 5,000 এম‌এএইচ) এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে, তবে ক‍্যামেরা সেন্সরের ডিটেইলস জানা যায়নি।

আরও পড়ুন: Jio এর আগে Airtel এর 5G প্রস্তুত, জেনে নিন কবে লঞ্চ এবং স্পীড কত

3সির লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হবে। র‍্যাম ও মেমরির পার্থক্যের সঙ্গে Realme RMX3122 একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। তবে টেনার লিস্টিং বা ইন্টারনেটে অন্য কোথাও ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দেওয়া নেই।

কয়েক দিন আগে আবার DigitalChatStation জানিয়েছিলেন রিয়েলমি তাদের এই আগামী ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেটের সঙ্গে লঞ্চের পরিকল্পনা করছে। এখন মনে করা হচ্ছে তিনি Realme RMX3121 এর কথাই বলেছিলেন। তবে এখনই সঠিকভাবে এই কথা বলা সম্ভব নয়। তিনি আরও বলেছিলেন এই ফোনে এলসিডি প‍্যানেল ডিসপ্লে, টিয়ারড্রপ নচ, স্কোয়ার শেপের ক‍্যামেরা মডিউল ও 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here