……………………………………. রিয়েলমির নামে দেশে সবথেকে সস্তায় 8 জিবি র্যামের ফোন লঞ্চ করার রেকর্ড আছে। দুই মাস আগেই রিয়েলমি রিয়েলমি 2 প্রো এর সাথে একদমই নতুন “রিয়েলমি সি” সিরিজ পেশ করেছিল।আবার নিজের সফলতাকে দেখে রিয়েলমি একটি সম্পূর্ণ নতুন স্মার্টফোন সিরিজ টেক মঞ্চে পেশ করেছে। রিয়েলমির তরফ থেকে “রিয়েলমি “ইউ” সিরিজ ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং এই সিরিজের শুরু কোম্পানি রিয়েলমি ইউ1 স্মার্টফোনের সাথে করেছে। রিয়েলমি ইউ1 ভারতে লঞ্চ হওয়া প্রথম ফোন যা মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।
লেনোভোর ট্রিপল রেয়ার ক্যামেরাওয়ালা ফোন জেড5এস আগামী মাসে হতে পারে লঞ্চ, মিডিয়া ইনভাইট হল লিক
রিয়েলমি ইউ1 কে কোম্পানি দ্বারা এই দেশে দুইটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র্যাম মেমরির সাথে 32 জিবি স্টোরেজ সাপোর্ট করে আবার অন্য ভেরিয়েন্টে 4 জিবি র্যাম মেমরির সাথে 64 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। রিয়েলিটিলমি 3 জিবি/32 জিবি ভেরিয়েন্টকে 11,999 টাকা দামে লঞ্চ করেছে এবং 4 জিবি/64 জিবি ভেরিয়েন্টের দাম 14,499 টাকা রেখেছে। রিয়েলমি ইউ1 আজ থেকেই কোম্পানির পক্ষ থেকে সেলের জন্য উপলব্ধ করা হবে। আবার এই ফোনটিই 5 ডিসেম্বর থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে এক্সক্লুসিভ সেলের জন্য লিস্টেড হবে।
রিয়েলমি ইউ1 এর ফিচার্স এবং স্পেশিফিকেশনের কথা বললে প্রথমেই বলতে হয় ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার উপরের দিকে “ইউ” শেপের ডিউড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনটি 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে যা 2.5 ডি কার্ভড গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। ফোনের নচে সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়েলমি ইউ1 অ্যাম্বিশিয়স ব্ল্যাক, ব্রেভ ব্লু আর ফেইরি গোল্ড কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
হোয়াটসঅ্যাপের পর্ন গ্ৰুপের অ্যাডমিন হল গ্ৰেফতার, মুম্বাই পুলিশ করল গ্ৰেফতার
নিজের স্মার্টফোনকে রিয়েলমি কালার ওএস 5.2 অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনটি 2.1 গিগাহার্টসের ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের সবথেকে নতুন চিপসেট হেলিও পি70 তে রান করে। প্রসঙ্গত জন্য বলা হচ্ছে হেলিও পি70 চিপসেটে আজ পর্যন্ত ভারতে কোনো স্মার্টফোন লঞ্চ হয়নি। রিয়েলমি ইউ1 প্রথম ফোন যে বাজারে এই চিপসেটের সাথে সেল করা হবে। এই ফোনে গ্রাফিক্সের জন্য এআরএম জি72 জিপিইউ দেওয়া হয়েছে। ফোনের দুইটি ভেরিয়েন্টেই স্টোরেজ মেমরি কার্ডের সাহায্যে 256 জিবি পযর্ন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্রাফি সেন্সারের কথা হলে রিয়েলমি ইউ1 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/2.2 আপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি আর এফ/2.4 আপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সার দেওয়া আছে। আবার সেল্ফির জন্য এই ফোনে এফ/2.0 আপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। ফোনের দুইটি ক্যামেরা সেটাপেই বোকে এফেক্ট সাপোর্ট করে।
জিও দিচ্ছে ফ্রিতে 8 জিবি 4জি ডেটা, জেনে নিন নিজের নাম্বারে কিভাবে এই বিনামূল্যের সুবিধা পাবেন
রিয়েলমি ইউ1 ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। ফোনে বেসিক কানেক্টিভিটিফিচারেরর সাথে সিকিউরিটির জন্য রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফেস আনলক টেকনিকও সাপোর্ট করে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ওটিজি সাপোর্টৈর সাথে 3,500 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।রিয়েলমি ইউ1 এর সম্পর্কে অন্য তথ্য জানার জন্য বা ক্রয় করার জন্য এখানে ক্লিক করুন।