ভারতীয় সাইটে লিস্টেড হল Redmi Note 10, ইতিহাস গড়তে চলেছে Xiaomi

Redmi Note 10 সিরিজ সম্পর্কে দীর্ঘদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে। আমরা আগেই জানিয়েছিলাম ভারতে ফেব্রুয়ারি মাসে Redmi Note 10লঞ্চ করা হবে। লঞ্চ টাইমলাইন ছাড়াও আমরা গতকালই ফোনটির র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানিয়েছি। এবার M2101K7AI মডেল নাম্বারের সঙ্গে এই ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এর আগে বিআইএসে M2101K6I মডেল নাম্বারসহ Redmi Note 10 Pro ফোনটিও সাইটে লিস্টেড করা হয়েছে। এই সার্টিফিকেশন দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে এই সিরিজ লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই।

আরও পড়ুন: Realme আনছে শক্তিশালী ব‍্যাটারীসহ সস্তা 5G স্মার্টফোন, সেল করা হবে 10,000 টাকার কাছাকাছি দামে

বিআইএস ছাড়াও কয়েক দিন আগে এই ধরনের একটি মডেল নাম্বার M2101K7AG কে এফসিসি ওয়েবসাইটে দেখা গেছে। এই লিস্টিঙে Redmi Note 10 এর স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত রেডমি নোট 10 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে শীঘ্রই মার্কেটে এই সিরিজ লঞ্চ করে দেওয়া হবে।

Redmi Note 10 এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Redmi Note 10 এ 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেটে রান করতে পারে। ফোটোগ্রাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করার সম্ভাবনা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,050 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

আরও পড়ুন: 8GB র‍্যামের সঙ্গে গুগলে এল Vivo এর নতুন 5G ফোন S7t, শীঘ্রই হবে লঞ্চ

একটি নতুন রিপোর্ট অনুযায়ী Redmi Note 10 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। অন‍্যদিকে Redmi Note 10 Pro তে 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হতে পারে।

Redmi Note 10 ফোনটি গ্ৰে, হোয়াইট ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। অন‍্যদিকে, Redmi Note 10 Pro ব্রোঞ্জ, ব্লু ও গ্ৰে কালারে সেল করা হবে। টিপস্টার আরও জানিয়েছেন, ভারতে Redmi Note 10 ও Redmi Note 10 Pro এর দাম যথেষ্ট অ্যাগ্রেসিভ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here