ভিভোর ‘এস’ সিরিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে কোম্পানি এই সিরিজে একটি নতুন ফোন লঞ্চের কথা ভাবছে। কিছু দিন আগে চীনের 3সি ও গীকবেঞ্চ সার্টিফিকেশন সাইটে Vivo S7t ফোনটি দেখা গিয়েছিল। এবার গুগল প্লে কনসোলে এই ফোনটি Vivo V2048A মডেল নাম্বারসহ স্পট করা হয়েছে। মনে করা হচ্ছে Vivo S7t ফোনটি একটি 5জি স্মার্টফোন হবে এবং সবার আগে এটি কোম্পানির ঘরোয়া মার্কেট চীনে পেশ করা হবে। পরবর্তী সময়ে একে একে অন্যান্য মার্কেটে ফোনটি সেল করা হবে।
আরও পড়ুন: মুছে গেল TikTok প্রেমীদের শেষ আশা, বন্ধ হল ভারতে ফেরার শেষ রাস্তা
ডিজাইন
লিস্টিঙে ফোনটির ফিচার ছাড়া রেন্ডারও দেখা গেছে, যার ফলে ফোনের ডিজাইন জানা গেছে। রেন্ডার অনুযায়ী ফোনের ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। ফোনটির বাঁদিকের প্যানেলে একটি বাটন দেখা গেছে এবং এটি গুগল অ্যাসিসট্যান্টের জন্য হতে পারে। ফোনের রেয়ার প্যানেল সম্পর্কে কিছু জানা যায়নি। তবে অনেকেই এই রেন্ডারটি ফোনের ফাইনাল ডিজাইন বলে মনে করছেন না।
ফিচার
গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী Vivo S7t তে 1080 × 2404 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড FHD+ এবং 480 DPI ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও 8 জিবি র্যামসহ মিডিয়াটেক ডায়মেনসিটি 800 চিপসেট থাকবে।
আরও পড়ুন: Jio এর আগে Airtel এর 5G প্রস্তুত, জেনে নিন কবে লঞ্চ এবং স্পীড কত
এছাড়া বেশ কিছু দিন আগে DigitalChatStation নামের এক টিপস্টার জানিয়েছিলেন Vivo S7t এর স্পেসিফিকেশন অনেকটা আগে লঞ্চ করা Vivo S7 এর মতো হবে। আপাতত কোম্পানির পক্ষ থেকে Vivo S7t সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
Vivo S7
কোম্পানির Vivo S7 ফোনটিতে 91.2% স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএস বা অক্সিজেন ওএসে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচের ব্যাটারী আছে।
আরও পড়ুন: ভারতে Redmi Note 10 সিরিজ লঞ্চের আগে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য, শীঘ্রই টেক মঞ্চে হবে লঞ্চ
ফোটোগ্রাফির জন্য Vivo S7 এ 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মোনো সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 44 মেগাপিক্সেলের Samsung GH1 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেকেন্ডারি সেন্সর আছে। কানেক্টিভিটি জন্য এই ফোনে 5G SA / NSA, ডুয়েল 4জি ভোএলটিই, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.1, GPS + GLONASS, NFC ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন