ভেলকি দেখাতে শীঘ্রই আসছে Redmi Note 9T, ওয়েবসাইটে হল লিস্টেড

শাওমি তাদের Redmi Note সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি কোম্পানি আগামী মাসে ভারতে রেডমি 9 পাওয়ার পেশ করতে পারে। অন‍্যদিকে শোনা যাচ্ছে কোম্পানি শীঘ্রই মার্কেটে Redmi Note 9T ফোনটি লঞ্চ করবে। থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC তে এই ফোনটি M2007J22G মডেল নাম্বারসহ স্পট করা হয়েছে। মনে করা হচ্ছে কোম্পানি এই ফোনটি রেডমি নোট 9 5জি এর রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে থাইল্যান্ড, মালয়েশিয়ার পাশাপাশি অন‍্যান‍্য মার্কেটে পেশ করবে।

আরও পড়ুন: বন্ধুকে দিন Samsung স্মার্টফোন আর পেয়ে যান 7500 টাকার পুরস্কার, জেনে নিন ডিটেইলস

এনবিটিসি লিস্টিঙে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে এই ফোনটিতে চীনে পেশ করা রেডমি নোট 9 5জিরকিছু স্পেসিফিকেশন ও ফিচার দেখা যেতে পারে।

Redmi Note 9 5G

কোম্পানি তাদের Redmi Note 9 5G ফোনটি 60 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.53 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল এলসিডি প‍্যানেলের সঙ্গে পেশ করেছে। এছাড়া এতে মিড রেঞ্জ মিডিয়াটেক ডায়মেনসিটি 800U SoC আছে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। Redmi Note 9 5G এর ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 3 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 10 ডিসেম্বর লঞ্চ হবে OPPO Reno 5 সিরিজ, তিনটি শক্তিশালী স্মার্টফোন হতে পারে লঞ্চ

এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনে Redmi Note 9 Pro 5G এর মতো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। Redmi Note 9 5G এর ডায়মেনশন 161.96 × 77.25 × 9.20 এম‌এম এবং ওজন 200 গ্ৰাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here