Samsung এর স্ট্রোক: লঞ্চ করল কোম্পানির সবচেয়ে সস্তা 5G ফোন Samsung Galaxy A32, সব দিক থেকে এগিয়ে এই স্মার্টফোন

স‍্যামসাং গত মাসে টেক মঞ্চে তাদের Samsung Galaxy A32 5G স্মার্টফোন পেশ করেছিল। কোম্পানির ‘গ‍্যালাক্সি এ’ সিরিজে লঞ্চ করা এই ফোনটি এখনও পর্যন্ত স‍্যামসাঙের সবচেয়ে সস্তা 5জি ফোনের খেতাব জিতে নিয়েছে। গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে পেশ করার পর এবার কোম্পানি অফিসিয়ালি ফোনটির সেল শুরু করছে। স্পেনে Samsung Galaxy A32 5G এর সেল শুরু করা হয়েছে এবং আগামী দিনে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটেও ফোনটি বেচা হবে। স্পেনে ফোনটির দাম রাখা হয়েছে €279 অর্থাৎ 24,500 টাকার কাছাকাছি।

আরও পড়ুন: লঞ্চের আগে দেখে নিন Redmi K40 এবং Redmi K40 Pro এর ফোটো, এই মাসেই আসছে মার্কেটে

ডিসপ্লে ও ডিজাইন

Samsung Galaxy A32 5G ফোনটি ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের স্ক্রিনের তিন দিক বেজল লেস ও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি ডিসপ্লে আছে। Samsung Galaxy A32 5G এর ডায়মেনশন 76.1 × 164.2 × 9.1 এম‌এম এবং ওজন 205 গ্ৰাম। ফোনটি Awesome Black, Awesome White, Awesome Blue ও Awesome Violet কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

প্রসেসিং

Samsung Galaxy A32 5G ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেমের সঙ্গে স‍্যামসাং ওয়ান ইউজার ইন্টারফেসে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনের চিপসেট সম্পর্কে কিছু জানায়নি, তবে মনে করা হচ্ছে এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেটে রান করবে। এটি মিডিয়াটেকের একটি উল্লেখযোগ্য 5জি চিপসেট।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে লম্বা লাইনের ঝামেলা ছাড়াই অনলাইনে বানাবেন Driving License

র‍্যাম ও স্টোরেজ

গ্লোবাল মার্কেটে Samsung Galaxy A32 5G ফোনটি তিনটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে কোম্পানি 4 জিবি র‍্যাম যোগ করেছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি ও সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাইনিজ ব্র‍্যান্ডকে টেক্কা দেওয়ার জন্য HTC নিয়ে এল সস্তা স্মার্টফোন Wildfire E Lite, দাম 7,500 টাকার কাছাকাছি

সিকিউরিটি ও পাওয়ার ব‍্যাক‌আপ

সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য Samsung Galaxy A32 5G তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here