লিক হল Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন, কম দামে পাওয়া যাবে 6GB RAM এবং 48MP Camera

Samsung কয়েক দিন আগে ভারতের বাজারে তাদের ‘এম’ সিরিজের Samsung Galaxy M32 Prime Edition লঞ্চ করেছে। এই ফোনে 64MP Camera, 6GB RAM, MediaTek Helio G80 চিপসেট এবং 6,000mAh Battery এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে এবং Samsung Galaxy M32 Prime Edition ফোনটির দাম রাখা হয়েছে 10,999 টাকা। এবার নতুন খবর পাওয়া যাচ্ছে কোম্পানি শীঘ্রই Samsung Galaxy A24 নামের একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আরও পড়ুন: ব্লুটুথ কলিং ফিচার সহ লো বাজেটে লঞ্চ হল Gizmore Glow Luxe স্মার্টওয়াচ

Samsung Galaxy A24

দা পিক্সেলের মাধ্যমে Samsung Galaxy A24 ফোনটি সম্পর্কিত তথ্য পাওয়া গেছে এর ফলে ফোনটি লঞ্চের আগেই এর স্পেসিফিকেশন লিক হয়েছে। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A24 ফোনটিতে সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.24 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে এবং এটি 90 রিফ্রেশরেটে কাজ করবে।

Samsung Galaxy A24 ফোনটি কোম্পানির নিজস্ব এক্সিনস 7904 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এটি 14 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি চিপসেট এবং এর সঙ্গে মালী জি71 জিপিইউ দেওয়া হয়। লিক অনুযায়ী এতে 6GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। তবে এই ফোনটি একাধিক ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। আরও পড়ুন: সাবধান! 5G আপগ্রেডের নামে চলছে জোচ্চুরি, সতর্কবার্তা জারি করল সাইবার পুলিশ

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A24 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। লিক থেকে জানা গেছে এই স্মার্টফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হবে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। Samsung Galaxy A24 স্মার্টফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here