Home খবর 6GB র‍্যাম এবং 5G-এর শক্তি‌র সঙ্গে টেক মার্কেটে আধিপত্য বিস্তার করার জন্য প্রস্তুত Samsung, জেনে নিন ডিটেইলস

6GB র‍্যাম এবং 5G-এর শক্তি‌র সঙ্গে টেক মার্কেটে আধিপত্য বিস্তার করার জন্য প্রস্তুত Samsung, জেনে নিন ডিটেইলস

Samsung নিজের গ‍্যালাক্সি ‘এম’ সিরিজে এখনো পর্যন্ত বহু এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ সেগ-মেন্টে‌র স্মার্টফোন লঞ্চ করেছে এবং এই সমস্ত স্মার্টফোন গুলিকে গ্রাহকেরা পছন্দ‌ও করছে। বিগত বহুদিন ধরে শোনা যাচ্ছে, যে কোম্পানি Galaxy M সিরিজের নতুন স্মার্টফোন পেশ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই সিরিজে লঞ্চ হতে চলা আসন্ন স্মার্টফোন‌টি হলো Galaxy M23 5G, এই স্মার্টফোনটিকে এখনো পর্যন্ত য়বহু সার্টিফিকেশন সাইটে (FCC, NBTC এবং Bluetooth SIG) স্পট করা হয়েছে। এর সাথেই এখন ফোনটিকে গুগল প্লে কন্সোল লিস্টিঙে স্পট করা গেছে এবং এখান থেকেই স্মার্টফোনটি‌র কিছু স্পেসিফিকেশনের সম্পর্কে জানা গেছে।

Samsung Galaxy M23 5G

স‍্যামসাং গ‍্যালাক্সি M23 5G ফোনটিকে মডেল নাম্বার SM-M236B এর সাথে Google Play কন্সোলের ডাটাবেসে স্পট করা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে জানা গেছে যে এই ডিভাইসটিকে 1080 × 2408 পিক্সেল এবং 450ppi পিক্সেল ডেন্সিটির সাথে ফুল HD+ রেজল্যুশন ডিসপ্লে‌র সাথে পেশ করা যেতে পারে।

এছাড়া আর‌ও জানা গেছে, যে এই ডিভাইসে কোয়ালকম SM7225 দেওয়া যেতে পারে এবং এই স্মার্টফোনটি 2 × Kryo 560 কোর এবং 6 × Kryo 560 কোর সাপোর্ট করতে পারে। ফলে আশা করা হচ্ছে যে Galaxy M23 5G স্মার্টফোনে অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 750G প্রসেসর দেওয়া যেতে পারে। লিস্টিঙে‌র মাধ্যমে আর‌‌ও জানা গেছে যে এই ডিভাইসটিকে অ্যাড্রিনো 619 জিপিইউ সহ 6 জিবি র‍্যামে‌র সাথে পেশ করা যেতে পারে।

Samsung Galaxy M23 5G

স্ন‍্যাপড্রাগন 750G প্রসেসর সহ মার্কেটে আগে থেকেই বহু স্মার্টফোন উপস্থিত আছে এবং এই লিস্টে OnePlus Nord Core Edition, Xiaomi Mi 10i এবং Samsung Galaxy A52 5G স্মার্টফোনে‌র‌ নাম‌ও আছে। এছাড়া গীকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে যে আপকামিং গ‍্যালাক্সি M23 5G ফোনটি Android 12 আধারিত OneUI এর সাথে প্রি-লোডেড হয়ে আসতে পারে। এছাড়া হ‍্যান্ডসেটটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। কিন্তু স্মার্টফোনটি‌র ব‍্যাটারি সম্পর্কিত তথ্য এখনো জানা যায়নি।

দুটি 5G ফোন পেশ করতে চলেছে Samsung

স‍্যামসাং দুটি মিড-রেঞ্জ 5G স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দুটি ডিভাইসের মধ্যে স‍্যামসাং গ‍্যালাক্সি F23 5G ফোনটিকে খুব শীঘ্রই ভারতে পেশ করা যেতে পারে। আসলে, এফ-সিরিজটি স‍্যামসাং স্মার্টফোনে‌র সাপোর্ট পেজ কোম্পানির ইন্ডিয়ান ওয়েবসাইটে লাইভ হয়ে আছে। এই ডিভাইসটি‌কে মডেল নাম্বার SM-E236B-এর সাথে পেশ করা যেতে পারে। অন‍্যত্র স‍্যামসাং আর‌ও একটি স্মার্টফোন গ‍্যালাক্সি M33 5G স্মার্টফোনে‌র জন্যে‌ও প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটির সাপোর্ট পেজ কোম্পানি‌র রাশিয়ান ওয়েবসাইটে লাইভ হয়ে গেছে। সেখান থেকেই জানা গেছে এই ডিভাইসটি‌র মডেল নাম্বার SM-M33GB হতে পারে। কিন্তু দুটি স্মার্টফোনে‌র সাপোর্ট পেজের থেকে ফোন গুলির কোনো স্পেসিফিকেশন‌ই জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন