Home খবর কম দামে কেনা যাবে Samsung Galaxy M55 5G এবং Galaxy F55 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস

কম দামে কেনা যাবে Samsung Galaxy M55 5G এবং Galaxy F55 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস

সেইসব ইউজারদের জন্য খুশির খবর যারা স্যামসাঙ ফোন পছন্দ করে এবং কোম্পানির আগের মাসে লঞ্চ হওয়া F এবং M সিরিজের 2 স্মার্টফোন কিনতে চায়। কারণ কোম্পানি তাদের Samsung galaxy M55 5G স্মার্টফোনে 4 হাজার টাকা এবং Samsung Galaxy F55 5G স্মার্টফোনে 2 হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে। তবে এই অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য কার্যকর। ইউজাররা এই দামে মাত্র 9 থেকে 13 জুলাই পর্যন্ত এই স্মার্টফোনগুলি কিনতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম সম্পর্কে।

Samsung galaxy M55 5G এর প্রাইস ড্রপ ডিটেইলস

Samsung galaxy F55 5G এর প্রাইস ড্রপ ডিটেইলস

জানিয়ে রাখি এই দুটি ফোনের অফার 9 থেকে 13 জুলাই পর্যন্ত রিটেল আউটলেটে পাওয়া যাবে। একইসঙ্গে বেস কিছু অনলাইন প্ল্যাটফর্মেও রয়েছে।

Samsung Galaxy M55 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy F55 5G এর স্পেসিফিকেশন