OnePlus 9 লঞ্চের আগেই জেনে নিন কি কি ফিচার থাকবে এই শক্তিশালী ফোনে

প্রিমিয়াম স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি ওয়ানপ্লাসের আপকামিং স্মার্টফোন সিরিজ OnePlus 9 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে এই সিরিজে OnePlus 9, OnePlus 9 Pro এবং OnePlus 9 Lite স্মার্টফোন পেশ করা হবে। ইতিমধ্যে এই তিনটি ফোন লঞ্চের আগেই এদের স্পেসিফিকেশন ডিটেইলস ইন্টারনেটে লিক হয়ে গেছে। আরও একবার এই সিরিজের OnePlus 9 ফোনটির স্পেসিফিকেশন নতুন করে লিক হয়েছে। টিপস্টার AIDA64 বেঞ্চমার্কিং সফটওয়্যারের স্ক্রিনশটের মাধ্যমে OnePlus 9 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছেন।

আরও পড়ুন: চলে এল প্রিমিয়াম ডিজাইনযুক্ত Realme GT 5G এর ফার্স্ট লুক, 64MP ক‍্যামেরার সঙ্গে আসবে মার্কেটে

OnePlus 9 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

TechDroider এর স্ক্রিনশট অনুযায়ী OnePlus 9 এ 402ppi পিক্সেল ডেনসিটিযুক্ত 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.55 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনে lahaina নামে পরিচিত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটের সঙ্গে অ্যাড্রিনো 660 জিপিইউ দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী OnePlus 9 এ 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া হতে পারে।

ফোটোগ্রাফির জন্য OnePlus 9 এ 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর যোগ করা হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য এই ফোনে 30fps 8K রেকর্ডিং ও ওয়‍্যারলেস চার্জিঙের মতো অ্যাডভান্স ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: ডুয়েল সেলফি ও বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC এর সঙ্গে 3 মার্চ লঞ্চ হবে Vivo S9, লঞ্চের আগেই জেনে নিন সব কিছু

জানিয়ে রাখি, এই প্রথম OnePlus 9 সম্পর্কে কোনো খবর পাওয়া গেল এমন কিন্তু নয়। এর আগেও ফোনটির স্পেসিফিকেশন লিক হয়েছে। আগের লিক অনুযায়ী OnePlus 9 ফোনটি 8 জিবি / 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হবে এবং এটি অক্সিজেন ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী OnePlus 9 এরব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।

এর সঙ্গে এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 12 মেগাপিক্সেলের অটোফোকাস সেন্সর দেওয়া হবে। এর আগের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল ওয়ানপ্লাস 9 সিরিজের স্মার্টফোনে Leica এর ক‍্যামেরা লেন্স ব‍্যবহার করা হবে, যার থেকে ধারণা করা যায় এই সিরিজের ফোনগুলির পিকচার কোয়ালিটি কেমন হবে। কিছু লিকে আবার বলা হয়েছে OnePlus 9 এ 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে।

আরও পড়ুন: Redmi 9 Power এখন আরও শক্তিশালী, ভারতে এল 6GB RAM ভেরিয়েন্ট, জেনে নিন দাম

কবে হবে লঞ্চ?

আগেই বলে রাখি বিগত অনেক দিন ধরেই এই তিনটি ফোন সম্পর্কে লিক ও রিপোর্ট প্রকাশিত হয়ে চলেছে। শোনা যাচ্ছে এই ফোনগুলি মার্চ মাসে লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OnePlus 9 সম্পর্কে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই এবিষয়ে আলোকপাত করতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here