টেকনো লঞ্চ করল সস্তা গেমিং ফোন Tecno Pova 2, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

টেকনো তাদের বাজেট ক‍্যাটাগরির ‘পোভা’ সিরিজে নতুন ফোন Tecno Pova 2 লঞ্চ করে দিয়েছে। সুন্দর লুক ও অসাধারণ ফিচারযুক্ত এই ফোনটি আপাতত ফিলিপাইনের মার্কেটে পেশ করা হয়েছে। এই সস্তা ফোনে পাওয়া যাবে 7,000 এম‌‌এএইচের ব‍্যাটারি ও 128 জিবি স্টোরেজ। চলুন জেনে নেওয়া যাক Tecno Pova 2 এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।

Tecno Pova 2 এর দাম

কোম্পানি তাদের নতুন Tecno Pova 2 ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ সহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করেছে। ফিলিপাইনের মার্কেটে ফোনটি PHP 7,999 (প্রায় 12,000 টাকা) দামে লঞ্চ করেছে। এই ফোনটি ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Tecno Pova 2 এর স্পেসিফিকেশন

কোম্পানির Tecno Pova 2 ফোনটি 6.9 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশরেট 60 হার্টস এবং সেলফি ক‍্যামেরার জন্য এতে পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটে রান করে এবং এতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Tecno Pova 2 তে রেক্ট‍্যাঙ্গুলার শেফে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের এআই ফোটোগ্রাফি সেন্সর রয়েছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

সিকিউরিটির জন্য Tecno Pova 2 তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000 এম‌এএইচের ব‍্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে হাইওএস 7.6 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here