এপ্রিলে লঞ্চ হবে বেশ কিছু ধামাকাদার স্মার্টফোন, দেখে নিন তালিকা

Highlights

  • OnePlus এপ্রিল মাসে তাদের লো বাজেট 5G ফোন লঞ্চ করবে।
  • গেমিং ফোন ROG Phone 7 ও এপ্রিলে লঞ্চ হতে চলেছে।
  • Samsung Galaxy M54 ও এপ্রিল মাসেও লঞ্চ হতে পারে।

ভারতীয় স্মার্টফোন মার্কেটে কোম্পানিগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে৷ কোম্পানিগুলি গ্রাহকদের জন্য প্রতি মাসে নতুন ফিচার এবং আগে থেকে আপগ্রেড স্মার্টফোন লঞ্চ করে। এপ্রিল 2023-এ একাধিক স্মার্টফোন কোম্পানি বাজেট সেগমেন্টে তাদের বিভিন্ন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের এই পোস্টে আমি আপনাদের এপ্রিল 2023-এ আসন্ন সমস্ত স্মার্টফোন সম্পর্কে জানাবো। আরও পড়ুন: Jio, Airtel এবং Vi কে ডেডলাইন দিল TRAI! অবাঞ্ছিত কল এবং SMS এর বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ নেওয়া হবে

এপ্রিলে লঞ্চ হবে এইসব স্মার্টফোন

  • OnePlus Nord CE 3 Lite 5G
  • Asus ROG Phone 7
  • Samsung Galaxy M54 5G
  • Poco F5 সিরিজ
  • Vivo X90 সিরিজ

OnePlus Nord CE 3 Lite 5G

লঞ্চ ডেট – 4 এপ্রিল
দাম – 21,999 টাকা(সম্ভাব্য)

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনটি ভারতে 4 এপ্রিল লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া কোম্পানির Nord CE 2 Lite-এর আপগ্রেড ভার্সন। লিক রিপোর্ট অনুযায়ী এই OnePlus ফোনটি 21,999 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ করা যেতে পারে। এর সাথে OnePlus এর Nord CE 3 Lite স্মার্টফোনে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.7-ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ফোনটি Qualcomm এর Snapdragon 695 প্রসেসর সহ মার্কেটে আসতে পারে।

Asus ROG Phone 7

লঞ্চ ডেট – 13 এপ্রিল
দাম – 70,000 টাকা (সম্ভাব্য)

ভারতে 13 এপ্রিল লঞ্চ হতে চলেছে Asus ROG Phone 7, এই স্মার্টফোনটি Qualcomm এর শক্তিশালী Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং 16GB পর্যন্ত RAM সহ লঞ্চ হবে। এই ফোনে গেমারদের জন্য আইকনিক এয়ার ট্রিগার দেওয়া হয়েছে, যা গেমিং এক্সপেরিয়েন্সকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই Asus ফোনে 165Hz রিফ্রেশরেট সহ একটি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 6,000mAh ব্যাটারি পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: দেখে নিন 700 টাকাযর কম বাজেটে 5টি সেরা ফিচার ফোনের তালিকা

Samsung Galaxy M54 5G

লঞ্চ – এপ্রিল 2023
দাম – 35,000 টাকা (সম্ভাব্য)

Samsung Galaxy M54 5G স্মার্টফোনটি এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে পারে। এই Samsung স্মার্টফোনটি সুপার AMOLED প্লাস ডিসপ্লে সহ লঞ্চ হবে, যা 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। লিক রিপোর্ট অনুযায়ী ফোনটি Samsung এর Exynis 1380 প্রসেসরের সাথে লঞ্চ করা যেতে পারে।এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে 108MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে 6,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জ সাপোর্ট পাওয়া যাবে।

Poco F5 5G সিরিজ

লঞ্চ ডেট – এপ্রিল 6 (সম্ভাব্য)
দাম – 30,000 টাকা (সম্ভাব্য)

Poco F5 5G সিরিজের স্মার্টফোনগুলি ভারতে 6 এপ্রিল লঞ্চ হতে পারে। এই সিরিজের Poco F5 5G Qualcomm-এর লেটেস্ট Snapdragon 7+ Gen 2 প্রসেসরের সাথে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন হবে। এই সিরিজের Pro ভেরিয়েন্ট Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে লঞ্চ করা যেতে পারে। Poco F5 এর দাম 30,000 টাকা থেকে শুরু হবে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G এর দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল

Vivo X90 সিরিজ

লঞ্চ – 2023
দাম – 60,000 টাকা (সম্ভাব্য)

Vivo X90 সিরিজও শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। বর্তমানে কোম্পানি ভারতে এই সিরিজের অধীনে কয়টি ফোন লঞ্চ করবে সেটা এখনও জানায়নি। Vivo চীনে তিনটি স্মার্টফোন X90, X90 Pro এবং X90 Pro+ লঞ্চ করেছে এবং আন্তর্জাতিক মার্কেটে মাত্র দুটি ফোন লঞ্চ করেছে। X90 এবং X90 Pro স্মার্টফোনে MediaTek Dimensity 9200 প্রসেসর দেওয়া হয়েছে।এর পাশাপাশি কোম্পানি X90 Pro Plus স্মার্টফোনে Qualcomm এর Snapdragon 8 Gen 2 প্রসেসর দিয়েছে। এই সিরিজের সব ফোনেই Zeiss লেন্স সাপোর্ট করা হয়েছে। তবে Vivo এর তরফে Vivo X90 সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here