Home খবর গ্লোবালি লঞ্চ হল Vivo V29 5G, রয়েছে 80W চার্জিং, 8GB RAM এবং 50MP ক্যামেরা

গ্লোবালি লঞ্চ হল Vivo V29 5G, রয়েছে 80W চার্জিং, 8GB RAM এবং 50MP ক্যামেরা

Highlights

চাইনিজ স্মার্টফোন কোম্পানি ভিভো তাদের ভি29 সিরিজের সূচনা করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ইউরোপের মার্কেটে এই সিরিজে Vivo V29 5G মডেল পেশ করা হয়েছে। এই ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেটআপের মতো কিছু সুন্দর ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: জেনে নিন Android এবং iOS ডিভাইসে BGMI ডাউনলোড করার সহজ পদ্ধতি

Vivo V29 5G

কোম্পানির পক্ষ থেকে Vivo V29 5G ফোনটি 8GB RAM সহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি পীক ব্লু এবং নোবেল ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে। এখনও পর্যন্ত দাম জানানো হয়নি তবে শীঘ্রই ওয়েবসাইটে এই বিষয়ে আপডেট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে ভারত সহ অন্যান্য মার্কেটে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া হবে।

Vivo V29 5G এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন