ভারতে Vivo V40 5G স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। 30 হাজার টাকা রেঞ্জের এই ফোনটিকে বাজারে উপস্থিত Motorola Edge 50 Pro ফোনটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছে। এই মোটোরোলা স্মার্টফোনটি Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ লঞ্চ হয়েছে। এক ধরনের প্রসেসর থাকা সত্ত্বেও কোন ফোনটি এগিয়ে বর্তমানে সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা ভিভো ভি40 এবং মোটোরোলা এজ 50 প্রো ফোনদুটির তুলনা করে দেখেছি।
Vivo V40 vs Motorola Edge 50 Pro: পারফরমেন্সের তুলনা
সিপিইউ এবং জিপিইউ
প্রসেসিং পাওয়ার | Vivo V40 | Motorola Edge 50 Pro |
প্রসেসর | কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 | কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 |
ক্লক স্পীড | 1 x 2.63GHz Kryo Prime Cortex-A715 3 x 2.4GHz Kryo Gold Cortex-A715 4 x 1.8GHz Cortex-A510 |
1 x 2.63GHz Kryo Prime Cortex-A715 3 x 2.4GHz Kryo Gold Cortex-A715 4 x 1.8GHz Cortex-A510 |
জিপিইউ |
অ্যাড্রিনো 720 জিপিইউ | অ্যাড্রিনো 720 জিপিইউ |
মেমরি | 12GB RAM + 512GB স্টোরেজ | 12GB RAM + 256GB স্টোরেজ |
Geekbench টেস্ট
Vivo V40 এবং Motorola Edge 50 Pro স্মার্টফোনদুটিতে একইরকম প্রসেসর দেওয়া হয়েছে। এর ফলে এই দুটি ফোন একইরকম শক্তিশালী বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কোন ফোনটি শ্রেষ্ঠ, তা জানার জন্য আমরা গীকবেঞ্চ বেঞ্চমার্কের রেজাল্ট সম্পর্কে নিচে আলোচনা করেছি।
প্রথমে গিকবেঞ্চ সিঙ্গেল-কোর টেস্টে Vivo V40 5G স্মার্টফোনটি 1164 স্কোর এবং Motorola Edge 50 Pro স্মার্টফোনটি 1142 স্কোর পেয়েছে। অর্থাৎ খুবই সামান্য পার্থক্য হলেও Vivo ফোনটি এগিয়ে রয়েছে। অন্যদিকে বেঞ্চমার্ক মাল্টি-কোর টেস্টে Vivo V40 ফোনটি 3216 স্কোর এবং Motorola Edge 50 Pro ফোনটি 3119 স্কোর পেয়েছে।
গীকবেঞ্চে এই ফোনদুটি পারফরমেন্স সমান-সমান হওয়া সত্ত্বেও Vivo V40 স্মার্টফোনটি এগিয়ে রয়েছে। এই ফোনটিতে উপস্থিত স্ন্যাপড্রাগন প্রসেসর 1.8গীগাহার্টস থেকে 2.63গীগাহার্টস পর্যন্ত ক্লক স্পীড সহ কাজ করে।
বিজয়ী: Vivo V40
AnTuTu টেস্ট
আমরা এনটুটু বেঞ্চমার্ক রান করার সময় উভয় ফোনের CPU, GPU, মেমরি এবং UX স্কোর জানার চেষ্টা করেছি। এই টেস্টে Vivo V40 ফোনটির সম্পূর্ণ এনটুটু 8,10,653 স্কোর ছিল। অন্যদিকে Motorola Edge 50 Pro ফোনটির ওভারঅল এনটুটু 8,27,231স্কোর ছিল। এখানে পার্থক্য বেশ কম থাকলে এই টেস্টে Motorola Edge 50 Pro বিজয়ী হয়েছে।
নীচে টেবিলটি অনুযায়ী এনটুটু CPU এবং GPU বেঞ্চমার্কে Vivo V40 5G ফোনটি বেশি স্কোর পেয়েছে ও মেমরি এবং UX এনটুটুতে Motorola Edge 50 Pro ফোনটি এগিয়ে রয়েছে। এই স্মার্টফোন দুটিতেই LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ সাপোর্ট করে।
AnTuTu Score | Vivo V40 | Motorola Edge 50 Pro |
সিপিইউ স্কোর | 264927 | 256493 |
জিপিইউ স্কোর | 258921 | 247609 |
মেমরি স্কোর | 124900 | 156244 |
ইউএক্স স্কোর | 161905 | 166885 |
ওভারঅল আনটুটু স্কোর | 810653 | 827231 |
বিজয়ী: Motorola Edge 50 Pro
Throttling টেস্ট
আমাদের জানানো উপরোক্ত তথ্য অনুযায়ী উভয় স্মার্টফোনটিতে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। উপরোক্ত টেস্ট অনুযায়ী একইরকম চিপসেট থাকার কারণে এই ফোনগুলির শক্তি প্রায় একইরকম। চাপের মধ্যে এই প্রসেসরের ক্ষমতা পরীক্ষা করার জন্য আমরা উভয় ফোনে Burnout benchmark app রান করেছি।
থ্রোটলিং টেস্টের জন্য Burnout benchmark অ্যাপটি প্রায় 9 মিনিট পর্যন্ত চালানো হয়েছিল। এই টেস্টে Vivo V40 ফোনটির 68.8 শতাংশ পারফরমেন্স পাওয়া গেছে। অন্যদিকে Motorola Edge 50 Pro ফোনটির পারফরমেন্স দেখা গেছে 69.6 শতাংশ। এখানে Motorola Edge 50 Pro ফোনটি কিছু পয়েন্টে Vivo V40 ফোনটিকে পিছনে ফেলে দিয়েছে।
বিজয়ী: Motorola Edge 50 Pro
Gaming টেস্ট
বেঞ্চমার্ক অ্যাপসে বেশ প্রতিযোগিতা দেখা গেছে। কিন্তু বাস্তবে ব্যবহারে সময় ফোনদুটি কেমন পারফরমেন্স করবে তা জানার জন্য আমরা ফোনটিতে 30 মিনিট BGMI এবং 30 মিনিট COD: Mobile গেম খেলেছি। এই সময়ে ফোনটির গ্রাফিক্স ফ্রেম রেট কেমন ছিল, কতটুকু ফোনটি গরম হয়েছিল এবং কতটুকু ব্যাটারি খরচ হয়েছে, তা নিচে আলোচনা করা হল।
বিজিএমআই খেলার সময়ে Vivo V40 ফোনটির গড় ফ্রেম রেট 38.58 FPS ছিল। এই ফোনটির তাপমাত্রা 5.3 ডিগ্রি বেড়ে গেছে এবং ব্যাটারি 6 শতাংশ কম গেছে। অন্যদিকে Motorola Edge 50 Pro ফোনটিতে একই গেম খেলার সময় গড় ফ্রেম রেট 37.43 FPS ছিল। এই ফোনটি 6.2 ডিগ্রি পর্যন্ত গরম এবং ব্যাটারি 9 শতাংশ পর্যন্ত কমে গেছে।
BGMI গেম (30 মিনিট) | ফ্রেম রেট | তাপমাত্রা বৃদ্ধি | ব্যাটারি কমেছে |
Vivo V40 |
38.58FPS (গড়)
|
5.3 ডিগ্রী | 6 শতাংশ |
Motorola Edge 50 Pro | 37.43FPS (গড়) | 6.2 ডিগ্রী | 9 শতাংশ |
সিওডি গেম খেলার সময়ে Vivo V40 ফোনটির গড় ফ্রেম রেট 49.6FPS ছিল। এই ফোনটির গেমিঙের সময় তাপমাত্রা শুধুমাত্র 2.9 ডিগ্রী বেড়েছিল এবং ব্যাটারি 5 শতাংশ কমে গিয়েছিল। অন্যদিকে Motorola Edge 50 Pro ফোনটিতে একই গেম খেলার সময় গড় ফ্রেম রেট 54.9 ছিল। এই ফোনটি 6 ডিগ্রী পর্যন্ত গরম হয়েছিল এবং 8 শতাংশ পর্যন্ত ব্যাটারি কমে গিয়েছিল।
COD গেম (30 মিনিট) | ফ্রেম রেট | তাপমাত্রা বৃদ্ধি | ব্যাটারি কমেছে |
Vivo V40 | 49.6FPS (গড়) | 2.9 ডিগ্রী | 5 শতাংশ |
Motorola Edge 50 Pro | 54.9FPS (গড়) | 6 ডিগ্রী | 8 শতাংশ |
বিজয়ী: Vivo V40
Vivo V40 vs Motorola Edge 50 Pro এর দামের তুলনা
Vivo V40 এর দাম
- 8GB RAM + 128GB Storage – ₹34,999
- 8GB RAM + 256GB Storage – ₹36,999
- 12GB RAM + 512GB Storage – ₹41,999
Vivo V40 ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 34,999 টাকা রাখা হয়েছে। একইসঙ্গে এই ফোনটির 8GB RAM+256GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা এবং টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 41,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Lotus Purple, Ganges Blue এবং Titanium Grey এর মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।
Motorola Edge 50 Pro এর দাম
- 8GB RAM + 256GB Storage – ₹31,999
- 12GB RAM + 256GB Storage – ₹35,999
Motorola Edge 50 Pro ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেল 8GB RAM এর দাম 31,999 টাকা রাখা হয়েছে। টপ ভেরিয়েন্টের দাম 12GB RAM এর 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটিতেই 256GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটি Black Beauty, Luxe Lavender এবং Moonlight Pearl এর মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।
Vivo V40 এবং Motorola Edge 50 Pro ফোনের তুলনা
গীকবেঞ্চ বেঞ্চমার্কে Vivo V40 ফোনটি স্কোর বেশি এসেছে। তবে AnTuTu টেস্ট এবং থ্রোটলিং টেস্টে Motorola Edge 50 Pro ফোনটি এগিয়ে রয়েছে। এখানে জানিয়ে রাখি এই সমস্ত টেস্ট স্কোর স্মার্টফোনদুটির মধ্যে পার্থক্য অত্যন্ত কম। এক্ষেত্রে জেতা ও হারার তফাৎ খুবই নগণ্য, তাই কাউকেই নির্দিষ্টভাবে বিজয়ী ঘোষণা করা সম্ভব নয়।
তবে বেঞ্চমার্ক টেস্টের চেয়ে এগিয়ে রিয়েল লাইফ মোবাইল গেমিংকে প্রাধান্য দেওয়া হয়। কারণ এর মাধ্যমেই কোনো ফোনের বাস্তব ক্ষমতা বোঝা যায়। গেমিং টেস্ট থেকে জানা গেছে ভিভো ভি40 ফোনটি মোটোরোলা এজ 50 প্রো এর তুলনায় কম হিট হয় ও এর ফোনের ব্যাটারিও কম খরচ হয়।
ওপরের টেস্ট এবং ফোনের দাম দেখে Vivo V40 ফোনটি এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে। এই দুটি ফোনে 8GB RAM + 256GB Storage কমন ভেরিয়েন্ট যা V40 ফোনটির দাম 39,999 টাকা এবং Motorola Edge 50 Pro ফোনটির দাম 31,999 টাকা রাখা হয়েছে। এই ফোনদুটির দামের মধ্যে 5 হাজার টাকার পার্থক্য রয়েছে। তাই Vivo V40 ফোনটিকে বিজয়ী বলা হলেও জানিয়ে রাখি Motorola Edge 50 Pro ফোনটিকে এই বাজেটের বেস্ট ফোন বলা যেতে পারে।