Vivo V40 vs OPPO Reno 12 পারফরমেন্সের তুলনা: জেনে নিন কোন ফোনের প্রসেসিং বেশি শক্তিশালী

ভারতে 39,999 টাকা প্রাথমিক দামের Vivo V40 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট যোগ করা হয়েছে। এই একই রেঞ্জে বাজারে উপস্থিত MediaTek Dimensity 7300 Energy প্রসেসর সহ OPPO Reno 12 ফণটির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হবে। এই দুটি ফোনই ক্যামেরার জন্য বেশ জনপ্রিয়তা লাভ করছে এবং আমরা ফোনদুটির পারফরমেন্স তুলনা করে দেখেছি। এই পোস্টে জেনে নিন Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের মধ্যে কোন ফোনের প্রসেসিং বেশি শক্তিশালী।

Vivo V40 vs OPPO Reno 12 পারফরমেন্সের তুলনা

সিপিউ এবং জিপিইউ

প্রসেসিং ক্ষমতা Vivo V40 OPPO Reno 12
প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 মিডিয়াটেক ডায়মেনসিটি 7300-এনার্জি
ক্লক স্পীড 1 x 2.63GHz Kryo Prime Cortex-A715
3 x 2.4GHz Kryo Gold Cortex-A715
4 x 1.8GHz Cortex-A510
4 x 2.5GHz ARM Cortex-A78
4 x 2.0GHz ARM Cortex-A55
জিপিইউ অ্যাড্রিনো 720 জিপিইউ মালী-জি615 জিপিইউ
স্টোরেজ 8GB RAM + 128GB স্টোরেজ 8GB RAM + 256GB স্টোরেজ

 

Geekbench পারফরমেন্স

যে কোনো ফোনের CPU পারফরমেন্স পরীক্ষা করার জন্য সেই ফোনে গীকবেঞ্চ বেঞ্চমার্ক রান করা হয়। এই টেস্টে যে ফোন যত বেশি স্কোর পায় সেই ফোনটি তত বেশি শক্তিশালী। Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের গীকবেঞ্চ স্কোরের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবে কিছু পয়েন্ট হলেও Vivo ফোনটি এগিয়ে রয়েছে।

Vivo V40 ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্টে 1164 এবং মাল্টি কোর টেস্টে 3216 স্কোর পেয়েছে। অন্যদিকে OPPO Reno 12 ফোনের গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্ট ও মাল্টি কোর টেস্টের স্কোর যথাক্রমে 1051 এবং 3006।

জানিয়ে রাখি OPPO Reno 12 ফোনের মিডিয়াটেক ডায়মেনসিটি 7300-এনার্জি প্রসেসরের ক্লক স্পীড 2.5GHz এবং Vivo V40 ফোনটির কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসরের টপ ক্লক স্পীড 2.63GHz।

নিজ্যি : Vivo V40

AnTuTu পারফরমেন্স

আনটুটু বেঞ্চমার্কের মাধ্যমেও ফোনের পারফরমেন্স পরীক্ষা করা হয়। এতে সিপিইউয়ের পাশাপাশি স্টোরেজ, জিপিইউ ও ইউএক্স টেস্ট করা হয়। Vivo V40 ও OPPO Reno 12 ফোনে এই বেঞ্চমার্ক রান করা হয় এবং এক্ষেত্রেও Vivo ফোনটি OPPO ফণটির তুলনায় এগিয়ে রয়েছে।

AnTuTu Score Vivo V40 OPPO Reno 12
সিপিইউ স্কোর 264927 156132
জিপিইউ স্কোর 258921 148869
ইউএক্স স্কোর 124900 171984
মেমরি স্কোর 161905 135200
অভারঅল আনটুটু স্কোর 810653 612185

 

আনটুটু বেঞ্চমার্ক টেস্টে Vivo V40 ফোনটি 8,10,653 স্কোর পেয়েছে। অপরদিকে OPPO Reno 12 ফোনের এই স্কোর 6,12,185। ওপরের টেবিলে দেখা যাচ্ছে CPU, GPU ও UX এর ক্ষেত্রে Vivo ফোনটি এগিয়ে থাকলেও Memory টেস্টে OPPO ফোনটি অনেকটাই এগিয়ে আছে।

জানিয়ে রাখি আনটুটু মেমরি স্কোর দেখে বোঝা যায় কোনো ফোন কত দ্রুত এবং কত বেশি মেমরি প্রসেস করতে পারে। Vivo V40 এবং OPPO Reno 12 উভয় ফোনেই LPDDR4X RAM রয়েছে। তবে Vivo ফোনটিতে UFS2.2 ROM এবং OPPO ফোনে UFS3.1 ROM দেওয়া হয়েছে।

বিজয়ী : Vivo V40

Throttling টেস্ট

হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনের সিপিইউ অত্যন্ত দ্রুত কাজ করে। সহজ ভাষায় বললে, ফোনের প্রসেসরে চাপ বাড়লে ফোনটি কিভাবে কাজ করে সেটিই থ্রটলিং টেস্টের মাধ্যমে মাপা হয়। আমরা এই টেস্ট করার জন্য Burnout benchmark app ব্যাবহার করি।

বার্নআউট বেঞ্চমার্ক রান করার পর Vivo V40 5G ফোনে 68.8% আউটপুট পাওয়া গেছে। একইভাবে OPPO Reno 12 ফোনের সিপিইউ 62.7% ক্ষমতায় কাজ করে। অর্থাৎ Vivo V40 5G ফোনটি চাপের মধ্যেও ভালো পারফরমেন্স করতে সক্ষম।

বিজয়ী : Vivo V40

Gaming টেস্ট

মোবাইলে গেমিঙের ক্ষেত্রে Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের পারফরমেন্স জানার জন্য উভয় ফোনে 30 মিনিট করে BGMI এবং COD (Call of Duty:Mobile) গেম খেলা হয়েছে। এরপর ফোনের তাপ ও ব্যাটারি ড্রপ মাপা হয়েছে।

Vivo V40 ফোনে COD খেলার সময় গড় ফ্রেম রেট ছিল 49.6FPS। এই ফোনের তাপমাত্রা মাত্র 2.9 ডিগ্রী বেড়েছে এবং ব্যাটারি 5% কমেছে। অপরদিকে OPPO Reno 12 ফোনের গড় ফ্রেম রেট 41FPS ছিল। এই ফোনটির তাপমাত্রা 12.3 ডিগ্রী বেড়েছে এবং ব্যাটারি 6% বেড়েছে।

আধ ঘন্টা BGMI খেলার পর Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের তাপমাত্র যথাক্রমে 5.3 ডিগ্রী ও 6.4 ডিগ্রী বেড়েছে। একইভাবে দুটি ফোনের ব্যাটারি কমেছে যথাক্রমে 6% এবং 8%। এই গেমের ক্ষেত্রে দুটি ফোনের গড় ফ্রেম রেট 38.58FPS এবং 38FPS ছিল।

বিজয়ী : Vivo V40

কোন ফোনের পারফরমেন্স বেশি শক্তিশালী?

Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের ওপর সমস্ত বেঞ্চমার্ক টেস্টে এক তরফা ফল পাওয়া গেছে। সবকটি টেস্টে OPPO ফোনটিকে হারিয়ে Vivo ফোনটি জিতে গেছে। OPPO Reno 12 ফোনটি 32,999 টাকা দামে সেল করা হয় এবং Vivo V40 ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দুটি ফোনের দামে 7 হাজার টাকার পার্থক্য রয়েছে। এতটা দামের তফাতে ভিভো ফোনটির জেতাই স্বাভাবিক বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here