Vivo V40 vs Vivo V30, দেখে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দামের বিস্তারিত তুলনা

ভারতে Vivo V40 ফোনের সেল শুরু হয়ে গেছে। ভিভোর এই লেটেস্ট ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হয়। 30 হাজার টাকা রেঞ্জে এই কোম্পানির ভি সিরিজের অধীনে এর আগে Vivo V30 লঞ্চ করা হয়েছিল। পুরনো হওয়া সত্ত্বেও ক্ষমতার দিক থেকে এই ফোনটি লেটেস্ট ফোনটিকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। Vivo V40 এবং Vivo V30 ফোনের মিল ও অমিল সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

দামের তুলনা

Vivo V40 ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – ₹34,999
  • 8GB RAM + 256GB Storage – ₹36,999
  • 12GB RAM + 512GB Storage – ₹41,999

Vivo V40 ফোনটি তিনিত স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ সহ 34,999 টাকা, মিড মডেল 8GB RAM + 256GB স্টোরেজ সহ 36,999 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেল 41,999 টাকা দামে পেশ করা হয়েছে। বাজারে এই ফোনটি Lotus Purple, Ganges Blue এবং Titanium Grey কালারে সেল করা হবে।

Vivo V30 ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage = ₹31,999
  • 8GB RAM + 256GB Storage = ₹33,999
  • 12GB RAM + 256GB Storage = ₹35,999

ভারতে Vivo V30 ফোনটি তিনটি স্টোরেজ অপশনে সেল করা হয়। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 31,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ সহ মিড মডেলের দাম 33,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 35,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Peacock Green, Andaman Blue এবং Classic Black কালারে পেশ করা হয়েছে।

ডিজাইনের তুলনা

Vivo V40 ফোনের ছবি

Vivo V30 ফোনের ছবি

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Vivo V40 Vivo V30
ডিসপ্লে 6.78″ 1.5K 120Hz Curved AMOLED 6.78″ 1.5K 120Hz Curved AMOLED
প্রসেসর Qualcom Snapdragon 7 Gen 3 Qualcom Snapdragon 7 Gen 3
স্টোরেজ 12GB RAM + 512GB Storage 12GB RAM + 256GB Storage
ওএস Android14 + FunTouch OS 14 Android14 + FunTouch OS 14
রেয়ার ক্যামেরা 50MP OIS + 50MP Ultra Wide 50MP OIS + 50MP Ultra Wide
ফ্রন্ট ক্যামেরা 50MP Front 50MP Front
ব্যাটারি 5,500mAh Battery 5,500mAh Battery
চার্জিং 80W Fast Charging 80W Fast Charging
5জি ব্যান্ড 8 5G Bands 7 5G Bands

 

ডিসপ্লে

Vivo V40 এবং Vivo V30 উভয় ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। দুটি ফোনেরই স্ক্রিন সাইজ 6.78-ইঞ্চি। এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

দুটি ফোনের স্ক্রিন সাইজ, প্যানেল ও রেজোলিউশন এক হলেও Local Peak Brightness আলাদা। Vivo V30 ফোনে 2800nits ব্রাইটনেস দেওয়া হয়েছিল। অন্যদিকে নতুন Vivo V40 4500nits ব্রাইটনেস রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo V40 ফোনে কোম্পানি ZEISS লেন্স যোগ করেছে, যা Vivo V30 ফোনটিতে ছিল না। দুটি ফোনেই সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই দুটি ফোনেই একই ধরনের রেয়ার ক্যামেরা পাওয়ার পাওয়া যায়। উভয় ফোনে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। দুটি ফোনেই অটো ফোকাস এবং প্রাইমারি সেন্সরে OIS ফিচার পাওয়া যায়।

দুটি ফোনের ক্যামেরার ক্ষেত্রেই ফিল্ড অফ ভিউ 119°। কোম্পানি Vivo V40 ফোনের এই দিকে কোনো আপগ্রেড করেনি। তবে সেন্সর সাইজে পরিবর্তন করা হয়েছে। Vivo V30 ফোনের প্রাইমারি সেন্সরের সাইজ 1/55″ এবং Vivo V40 ফোনটির ক্ষেত্রে এই সাইজ বেড়ে হয়েছে 1/56″।

প্রসেসর

Vivo V40 এবং Vivo V30 উভয় ফোন অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ কাজ করে। দুটি ফোনেই Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। একই চিপসেট সহ দুটি ফোনের পারফরমেন্স কতটা আলাদা হতে পারে তা চেক করার জন্য আমরা উভয় ফোনে বেঞ্চমার্ক অ্যাপ টেস্ট করেছি। সেই রেজাল্ট নিচে শেয়ার করা হল।

বেঞ্চমার্ক পারফরমেন্স

Benchmarks Vivo V40 Vivo V30
আনটুটু ওভারঅল স্কোর 810653 804164
আনটুটু সিপিইউ স্কোর 264927 257120
আনটুটু জিপিইউ স্কোর 258921 259781
আনটুটু মেমরি স্কোর 124900 133484
আনটুটু ইউএক্স স্কোর 161905 153779
গীকবেঞ্চ সিঙ্গেল কোর 1164 1172
গীকবেঞ্চ মাল্টি স্কোর 3216 3235

 

গেমিং পারফরমেন্স

বেঞ্চমার্ক অ্যাপে দুটি ফোনের স্কোর প্রায় একই রকম এসেছে। তাই গেমিঙের সময় কোন ফোনটি কেমন রেসপন্স করে তা দেখার জন্য আমরা দুটি ফোনেই 30 মিনিট করে COD, BGMI এবং Real Racing 3 খেলেছি। গেমিং টেস্টের রেজাল্ট নিচে শেয়ার করা হল।

গেমিং পারফরমেন্স (30 মিনিট টেস্ট রেজাল্ট) Vivo V40 Vivo V30
COD গ্রাফিক্স সেটিংস Very High 49.6FPS (Average) High 60FPS (Average)
COD-তে ফোন হীট 2.9° 7.8°
COD-তে ব্যাটারি ড্রপ 5% 6%
BGMI গ্রাফিক্স সেটিংস Ultra HDR 38.58FPS (Average) HDR 60FPS (Average)
BGMI -তে ফোন হীট 5.3° 8.2°
BGMI -তে ব্যাটারি ড্রপ 6% 6%
Real Racing 3 গ্রাফিক্স সেটিংস Standard 57.77FPS (Average) Standard 60FPS (Maximum)
Real Racing 3-তে ফোন হীট 4.2° 4.4°
Real Racing 3-তে ব্যাটারি ড্রপ 5% 6%

 

স্টোরেজ

Vivo V40 এবং Vivo V30 উভয় ফোনই তিনটি করে স্টোরেজ অপশনে সেল করা হয়। দুটি ফোনেরই বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ এবং মিড মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। তবে টপ ভেরিয়েন্টের ক্ষেত্রে পার্থক্য রয়েছে।

Vivo V40 ফোনে 12GB RAM এর সঙ্গে 512GB Storage রয়েছে, অন্যদিকে Vivo V30 ফোনে 12GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। উভয় ফোনে 12GB Extended RAM ফিচার রয়েছে, ফলে দুটি ফোনেই 24GB পর্যন্ত RAM উপভোগ করা যায়।

ব্যাটারি

Vivo V40 ফোনে 5,500mAh এবং Vivo V30 ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে V40 ফোনটি 13 ঘন্টা পিসিমার্ক স্কোর পেয়েছে এবং V30 ফোনের ব্যাটারি 17 ঘন্টারও বেশি চলেছে। জানিয়ে রাখি এই টেস্টে ফোনের সমস্ত অ্যাপ ‘unrestricted access’ দেওয়া হয়েছে এবং ব্রাইটনেস 80% এর ওপর রাখা হয়েছে।

ব্যাটারি টেস্ট Vivo V40 Vivo V30
ব্যাটারি ক্যাপাসিটি 5,500mAh 5,000mAh
চার্জিং স্পীড 80W Fast Charging 80W Fast Charging
পিসিমার্ক ব্যাটারি লাইফ 13 ঘন্টা 17 ঘন্টা 30 মিনিট
ইউটিউব ব্যাটারি ড্রপ (30 মিনিট প্লেব্যাক) 3% 4%
20% থেকে 100% চার্জ টাইম 35 মিনিট 47 মিনিট

 

এই দুটি ফোনেই 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। আমাদের টেস্টিঙে Vivo V40 ফোনটির 20 থেকে 100 শতাংশ চার্জ হতে 35 মিনিট সময় লেগেছে, অন্যদিকে Vivo V30 ফোনের এই সময় লেগেছে 47 মিনিট। এক্ষেত্রে লক্ষণীয় দুটি ফোনে একই ধরনের চার্জিং স্পীড থাকা সত্ত্বেও Vivo V40 ফোনের বড় ব্যাটারি চার্জ হতে Vivo V30 ফোনের চেয়ে কম সময় লেগেছে।

Vivo V40 নাকি Vivo V30, কোন ফোনটি কিনবেন?

Vivo V40 এবং Vivo V30 ফোনের 128GB ও 256GB স্টোরেজ সহ 8GB RAM মডেলের দামের মধ্যে 3,000 টাকার পার্থক্য রয়েছে। বিচার করে দেখলে এই তফাৎ খুব একটা বেশি নয়। দাম ছাড়া Vivo V40 ফোনের পারফরমেন্স, ব্যাটারি ও ক্যামেরা Vivo V30 ফোনের চেয়ে ভালো। ডিসপ্লের ক্ষেত্রেও ভালো ব্রাইটনেস পাওয়া যায়। আমাদের মতে 3,000 টাকা বেশি দিয়ে নতুন জেনারেশনের ফোন কেনাই বেশি ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here