Vivo গত সপ্তাহে পরিস্কার জানিয়েছে যে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ‘এক্স 60’ সিরিজ এবার ভারতীয় বাজারে এও আনতে চলেছে। কোম্পানি তরফ থেকে বলা হয়েছে যে Vivo X60 সিরিজ Vivo VISION+ Mobile Photography Awards এর সাথে ইন্ডিয়াতে এন্ট্রি নেবে। ভিভো এর পক্ষ থেকে এখনো পর্যন্ত ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোনো নিশ্চিত ডেট বলেনি কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে খবর এসেছে যে এই স্মার্টফোন সিরিজ আগামী 22মার্চ এ গ্লোবাল মার্কেটে এন্ট্রি নেবে। বলে দিই যে ভিভো এক্স 60 সিরিজ এর গ্লোবাল মডেলে কোয়ালকোম স্ন্যাপড্রাগন 870 চিপসেট দেওয়া হবে।
ভিভো এক্স ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল। এই সময় Vivo X60 আর Vivo X60 Pro স্মার্টফোন লঞ্চ হয়েছিল এবং জানুয়ারি তে Vivo X60 Pro Plus এন্ট্রি নিয়েছিল। আবার এখন চিনের বাইরে বেরিয়ে 22 মার্চে এই পাওয়ার ফুল সিরিজ গ্লোবাল মার্কেটে ডেবিউ করতে চলেছে, যার শুরু মালয়েশিয়া থেকে হবে। ভিভো এক্স 60 সিরিজের এই গ্লোবাল লঞ্চ ভারতীয় বাজারের জন্যও বিশেষ কারন হয়ত 22 মার্চেই এই সিরিজ ইন্ডিয়াতে অফিসিয়াল করে দেওয়া হবে অথবা ইন্ডিয়া লঞ্চের তারিখ সামনে চলে আসবে।
Vivo X60
স্পেসিফিকেশন্সের মামলায় Vivo X60 আর Vivo X60 Pro প্রায় একইরকম। এতে 6.56 ইঞ্চির এমোলেড ডিসপ্লে FHD+ রেজিউলেশন আর 120Hz রিফ্রেশ রেট থাকছে। ডিসপ্লে 19.8:9 আস্পেক্ট রেশিও, HDR10+ আর P3 কালার থাকবে। এর সাথে ফোনে 5nm Exynos 1080 SoC এর সাথে 12GB LPPRD4x র্যাম + 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া আছে। ফোনটি OriginOS এর সাথে অ্যান্ড্রয়েড 11 এ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য 4,300mah এর ব্যাটারি দেওয়া আছে যা 33W ফাস্ট চার্জিং এর সাথে আসবে।
ফোটোগ্রাফির জন্য Vivo X60 প্রো তে কোয়াড ক্যামেরা সেটাপ, যার মধ্যে 48MP (f/1.48) Sony IMX598 প্রাইমারি সেন্সর, 5x অপ্টিকাল জুমের সাথে 8MP পেরিস্কোপ টেলিফোটো লেন্স আর 60x ডিজিটাল জুম, 13GB 120 ডিগ্রী আল্ট্রাওয়াইড লেন্স আর 50mm ফোকাল লম্বা এর সাথে আরকটি 13MP এর পোট্রেট লেন্স থাকছে। হ্যান্ডসেটে অন্য জিন মাইক্রো গিম্বেল ওআইএস টেকনিক এর সাথে ফ্রন্টে সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য 32MP সেন্সর থাকছে।
Vivo X60 Pro Plus
Vivo X60 Pro+ তে 6.56 ইঞ্চির Full-HD+ AMOLED ডিসপ্লে দেওয়া আছে, যার স্ক্রিন রেজিউলেশন 2376×1080 পিক্সেল। এরই সাথে ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। ফোনটি অ্যান্ড্রয়েড 11 বেসড OriginOS 1.0 তে লঞ্চ হয়েছে আর 2.84GHz অক্টাকোর প্রসেসর এবং কোয়ালকোম স্ন্যাপড্রাগন 888 চিপসেটে চলবে। এছাড়া ফোনে 4200mah এর ব্যাটারি দেওয়া আছে যা 55 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Vivo X60 Pro+ তে দেওয়া কোয়াড ক্যামেরা এর কথা বললে এই সেটাপে প্রাইমারি সেন্সর 50MP Samsung GN1 সেন্সর, যা লো লাইট ফোটো আর ভিডিও শুটের জন্য খুবই সুন্দর বরা হচ্ছে। এরই সাথে ফোনে 48MP Sony IMX598 সেন্সর, 2x optical zoom এর সাথে 32MP এর টেলিফোটো লেন্স অপার 5x hybrid optical zoom এর সাথে 8MP Periscope ক্যামেরা আছে। এছাড়া সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে 32MP এর ক্যামেরা দেওয়া আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
