64MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo Y100 5G স্মার্টফোন, লঞ্চের আগেই জেনে নিন দাম

Highlights

  • Vivo Y100 স্মার্টফোনে 64MP রেয়ার ক্যামেরা দেখা যাবে।
  • এই স্মার্টফোনটি MediaTek Dimensity 900 5G প্রসেসরে কাজ করবে।
  • ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হবে Vivo Y100 স্মার্টফোন।

91Mobiles সম্প্রতি একটি এক্সক্লুসিভ নিউজের মাধ্যমে জানিয়েছে যে Vivo কোম্পানি তাদের ‘Y’ সিরিজের অধীনে Vivo Y56 এবং Vivo Y100 স্মার্টফোন দুটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই দুটি ফোনই ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হবে। আমাদের টিম এই দুটি ফোনের মধ্যে Vivo Y100-এর দাম সম্পর্কে তথ্য পেয়েছে। এই Vivo ফোনটি ভারতে 27 হাজার টাকার বাজেটে লঞ্চ হবে। আরও পড়ুন: চিরতরে বন্ধ করে ফেলুন টেলিগ্রাম অ্যাকাউন্ট, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

Vivo Y100 স্মার্টফোনের দাম

লিক রিপোর্ট অনুযায়ী ভারতে Vivo Y100 স্মার্টফোনটি 27,000 টাকার বাজেটে দেখা যাবে। এটি ফোনের বড় মেমরি ভেরিয়েন্টের দাম হতে পারে। তবে এই স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য আরও কম হতে পারে। তবে এটা নিশ্চিত যে Vivo Y100 একটি মিড-বাজেট স্মার্টফোন হিসেবে ভারতীয় মার্কেটে লঞ্চ হবে এবং ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দেশে সেলের জন্য উপলব্ধ হবে।

Vivo Y55s 5G Vivo Y100 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 64MP রেয়ার ক্যামেরা
  • HDR10+ AMOLED ডিসপ্লে
  • MediaTek Dimensity 900
  • 6GB RAM + 128GB স্টোরেজ

Vivo Y100 সম্পর্কিত তথ্য অনুযায়ী এই মোবাইল ফোনটি AMOLED প্যানেল ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনের স্ক্রিন HDR10+ সাপোর্ট করবে এবং এর সাথে 1300নিটস ব্রাইটনেস দেখা যাবে। এই ফোনের স্ক্রিন সাইজ এবং স্টাইল কেমন হবে সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি, তবে এই ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: চীনের মার্কেটে লঞ্চ হল বাচ্চাদের জন্য দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম এবং ফিচার

Vivo Y100 স্মার্টফোনটি MediaTek Dimensity 900 প্রসেসর সহ লঞ্চ হবে। এই Vivo ফোনটি 5G কানেক্টিভিটি সহ মার্কেটে পেশ করা হবে। তবে এই ফোনে কতগুলি 5G Bands সাপোর্ট থাকবে সেটা এখনও জানা যায় নি। গ্রাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G68 MP4 GPU দেখা যাবে, যা 900 MHz-এ কাজ করবে।

ভারতীয় মার্কেটে Vivo Y100 স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হবে। তবে আশা করা হচ্ছে ফোনটির অন্যান্য মেমরি ভেরিয়েন্টও মার্কেটে লঞ্চ করা হবে। ফটোগ্রাফির জন্য, এই স্মার্টফোনে একটি 64-মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে, যা OIS টেকনোলজি সাপোর্ট করবে। এই ফোনটির অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত ভাবে জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: দেখে নিন Samsung-এর সবচেয়ে সস্তা 5টি Keypad Phone এর তালিকা, এক চার্জে পাওয়া যাবে 30 দিনের ব্যাকআপ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here