কম দামে লঞ্চ হল Vivo Y33t স্মার্টফোন, রয়েছে ডুয়েল ক্যামেরা, 6GB RAM এবং 5000mAh ব্যাটারি

Highlights

  • সস্তা দামে চীনে পেশ করা হয়েছে Vivo Y33t।
  • এতে 12GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে।
  • এই নতুন ফোনের দাম প্রায় 8,500 টাকা।

ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Vivo Y33t স্মার্টফোন পেশ করেছে। ফোনটি অত্যন্ত কম দামে কোম্পানির হোম মার্কেট চীনে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি অন্য স্পেসিফিকেশন সহ ভারতেও পেশ করা হয়েছে। এই ফোনে 6GB physical এবং virtual RAM, 6.56 ইঞ্চি ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারির মতো বেশ কিছু সুন্দর ফিচার দেওয়া হয়েছে। নিচে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 120W ফাস্ট চার্জিং সহ 3সি সাইটে লিস্টেড হল Vivo X100 এবং X100 Pro ফোন, জেনে নিন বিস্তারিত

Vivo Y33t এর দাম

  • কোম্পানি লেটেস্ত Vivo Y33t ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে।
  • ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ সহ 749 ইউয়ান অর্থাৎ 8,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • বাজারে এই ফোনটি ওয়াইল্ড গ্রীন এবং ক্রিস্টাল পার্পল কালারে সেল করা হবে।
  • আজ থেকেই চীনে এই ফোনটি জেডি ডট কমের মাধ্যমে সেল করা হবে।

Vivo Y33t এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.56 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ সহ এই ডিসপ্লে 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডরেঞ্জের মিডিয়াটেক জি85 চিপসেট দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: Vivo Y33t ফোনে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে 6GB virtual RAM রয়েছে, যার ফলে ফোনটিতে মোট 12GB পর্যন্ত RAM উপভোগ করা যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Vivo Y33t ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3 তে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here