টেলিকম সেক্টারে বহু দিন ধরে কোম্পানি গুলি নিজের ইউজার্সদের আকর্ষিত করার জন্য নতুন আর অতুলনীয় অফার পেশ করছে। আবার Vodafone Idea (VI) নিজের প্রিপেইড ইউজার্সদের জন্য একটি অতুলনীয় নিয়ে এসেছে। এই Offer এ কোম্পানি রিচার্জ করার পরে নিজের Vi Prepaid ইউজার্সকে 60 টাকা পর্যন্ত ডিসকাউন্ট কূপন দেবে। তার মানে হলো যে রিচার্জ করুন আর টাকা বাঁচান, আসুন আপনাকে বিস্তারে এই সম্পর্কে জানাই যে কোন কোন প্ল্যানের সাথে আপনি ডিসকাউন্ট কূপন পাবেন আর কিভাবে আপনি ডিসকাউন্টের লাভ নিতে পারবেন।
Vi Discount Coupons
বলে দিই যে Vi কিছু নির্দিষ্ট Recharge Plans এর সাথেই ডিসকাউন্ট কূপনের লাভ ইউজার্সরা পাবে। যদি কোনো ইউজার্স ওই প্ল্যান রিচার্জ করে যার মধ্যে ডিসকাউন্ট ভাউচার আছে তাহলে সেই ডিসকাউন্ট কূপনের সুবিধা ইউজার্স আগামী রিচার্জে নিতে পারবে, অর্থাৎ আগামী রিচার্জে আপনার পুরো 60 টাকা পর্যন্ত সঞ্চয় হতে পারে।
নিউজ ওয়েবসাইট টেলিকম টকের অনুযায়ী Vi 249 Plan, Vi 399 Plan, Vi 401 Plan, Vi 449 Plan, Vi 599 Plan, Vi 699 Plan, Vi 801 Plan আর Vi 1197 Plan এর সাথে ডিসকাউন্ট কূপন পাওয়া যাচ্ছে। অথচ অফিসিয়াল ওয়েবসাইটে এখন শুধুমাত্র 249 টাকা, 399 টাকা আর 599 টাকা এই তিনটি এরকম প্ল্যান নজরে এসেছে যা ডিসকাউন্ট কূপন অফার করছে।
Vi শুরু করেছে 5G ট্রায়াল
ভোডাফোন আইডিয়ার ম্যানেজিং ডায়রেক্টর (MD) Ravinder Takkar এই কথা নিশ্চিত জানিয়েছেন। কোম্পানির এনালিস্ট কলের সময় Ravinder Takkar বলেছেন যে Vi দেশে 5G ট্রায়াল শুরু করেছে। এছাড়া টাক্কার বলেছেন যে, ” বিগত দিনে আমরা নিজের 4জি স্পেকট্রামের সাথে 4জি আর 5জি এর মাঝে একটি ফিচারের রূপে ডায়নামিক স্পেকট্রাম শেয়ারিঙের পরীক্ষা করেছে। আমরা পূনে আর গান্ধীনগরে নিজের নেটওয়ার্ক পার্টনার নোকিয়া আর এরিক্সনের সাথে 5জি পরীক্ষা শুরু করেছি।” আপনাকে বলে দিই যে Vi এর কাছে অনেক স্পেকট্রাম রিসোর্স আছে। যদি এই 5G কে non-standalone (NSA) নেটওয়ার্ক নিজের 4G নেটওয়ার্কের এক্সেলেন্ট ক্যাপাসিটির সাহায্যে রোলআউট করতে চায় তাহলে করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
