চার্জিঙের নামে চলছে ডেটা চুরি, চার্জে বসালেই হ‍্যাক হয়ে যাবে ইউজারের ফোন

আমরা অর্থাৎ আজকের দিনে মোবাইল ফোন ইউজাররা কখনোই চাই না আমাদের ফোনের ব‍্যাটারি লো হোক। কখনও কোথাও বেড়ানোর আগে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নেওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকে ফোন ফুল চার্জ করে নেওয়া। এছাড়া বিভিন্ন পাবলিক প্লেস যেমন রেলওয়ে স্টেশন, বাস স্ট‍্যান্ড‌, শপিং মল, অফিস এবং অন‍্যান‍্য জায়গায় চার্জিং পোর্ট নজরে এলেই তাতে USB কেবল গুজে ফোন চার্জ করা শুরু করে দিই। কিন্তু আপনি কি জানেন এভাবে যেখানে সেখানে ইউএসবির মাধ্যমে ফোন চার্জ করা যথেষ্ট বিপজ্জনক এবং হ‍্যাকাররা ডেটা চুরি করে নিতে পারে?

আরও পড়ুন: Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন

খুব স্বাভাবিক ভাবেই আমরা সবাই জানি, ইউএসবি কেবলের সাহায্যে ফোন চার্জ করার পাশাপাশি ফোনের ডেটাও ট্রান্সফার করা যায়। কিন্তু এটা হয়তো আপনি জানেন না যখন আপনার ফোন চার্জ করছেন এক‌ই সময়ে আপনার ফোনের ডেটাও কপি হয়ে যেতে পারে। ডেটা চুরির এই টেকনিক Juice Jacking Fraud নামে পরিচিত। এই ধরনের হ‍্যাকিঙের ক্ষেত্রে ইউএসবি কেবলের মাধ্যমে ইউজারের ফোনের ডেটা চুরি করে নেওয়া হয় এবং ইউজার তা ঘুণাক্ষরেও টের পান না।

কিভাবে হয় ডেটা চুরি?

আগেই জানিয়েছি ইউএসবি কেবলের মাধ্যমে চার্জিং ও ডেটা ট্রান্সফার উভয়ই করা যায়। জুস জ‍্যাকিং ফ্রডের ক্ষেত্রে ইউএসবি কেবলের এই ফিচারের সাহায্য নেওয়া হয়। কোনো সার্বজনিন স্থানের ইউএসবি পোর্ট হ‍্যাকাররা টেম্পার করে দেয়, অর্থাৎ পোর্টের মধ্যে কোনো ভাবে তাদের ডিভাইস কানেক্ট করে রেখে দেয়। যখন কোনো ব‍্যাক্তি সেই পোর্টে তাদের ফোন চার্জের কানেক্ট করে তখন হ‍্যাকাররা ফোনের সব ডেটা কপি করে নেয়। ফোনের কন্ট‍্যাক্ট লিস্ট ও ফোটো গ‍্যালারি থেকে শুরু করে সমস্ত ফাইল ও হোয়াটস‌অ্যাপ চ‍্যাট পর্যন্ত কপি করা হয়। একদিকে ইউজারদের ফোন চার্জ হচ্ছে অন‍্যদিকে তাঁর অজান্তে তাঁরই ফোনের সমস্ত ডেটা চুরি হচ্ছে।

আরও পড়ুন: Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার?

ভুল হ‌ইতে সাবধান

  • সার্বজনীন স্থান যেমন রেলওয়ে স্টেশন, বাস স্ট‍্যান্ড‌, এয়ারপোর্ট, শপিং মল, সিনেমা হল, হাসপাতাল বা কোনো অচেনা অফিসের মতো জায়গায় উপস্থিত চার্জিং পোর্টে ফোন চার্জ করবেন না।
  • কখনও বাধা হয়ে এই ধরনের পোর্টে ফোন চার্জ করতে হলে আগে ফোন সুইচড অফ করে তারপর চার্জ করা শুরু করুন।
  • যদি চার্জিঙের সময় ফোন চালু থাকে সেক্ষেত্রে খেয়াল রাখুন কোনো ধরনের ডেটা ট্রান্সফারের অপশন যেন অন না থাকে।
  • যদি কোথাও পাওয়ার প্লাগ থাকে তবে সরাসরি ইউএসবি ব‍্যবহার করার বদলে চার্জিং অ্যাডপ্টার ব‍্যবহার করুন।

জানিয়ে রাখি, ওপরে বলা সবকটি পদ্ধতি মেনেও পাবলিক প্লেসের চার্জিং পোর্ট ব‍্যবহার করলে যে আপনার ফোনের ডেটা সুরক্ষিত থাকবে তার কিন্তু কোনো গ‍্যারান্টি নেই। কারণ হ‍্যাকাররা প্রায়ই নতুন নতুন পদ্ধতি নিয়ে আসে এবং আমাদের জানার অনেক আগেই সেগুলি যথেষ্ট কার্যকর হয়ে ওঠে। তবে প্রথম পয়েন্ট অর্থাৎ সার্বজনীন স্থানে ফোন চার্জ না করা এক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তেমন হলে নিজের কাছে পাওয়ার ব‍্যাঙ্ক রাখুন, যাতে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থাকলেও লো ব‍্যাটারির চিন্তায় ভুগতে না হয়। অন‍্যদিকে স্মার্টফোন ও ট‍্যাবলেট ডিভাইসে অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ রাখলেও বিভিন্ন ম‍্যাল‌ওয়‍্যারের হাত থেকে রেহাই পাওয়া যায়।

আরও পড়ুন: আজকে PAN Card Aadhaar এর সাথে যুক্ত করার শেষ দিন, এই জরুরি কাজটি না করলে খুব ক্ষতি হবে

80,000 টাকার জোচ্চুরি

এই ধরনের ডেটা ট্রান্সফারের ভয়াবহতা সম্পর্কে বোঝানোর জন্য আপনাদের একটি ঘটনা বলি। কিছু দিন আগে অমিত মিশ্র নামের এক ব‍্যাক্তি Juice Jacking Fraud এর শিকার হয়েছেন। ফোনের ব‍্যাটারি লো হতে দেখে তিনি এয়ারপোর্টের ইউএসবি চার্জিং স্টেশনে ফোন চার্জে বসান। ফোন চার্জ করার কয়েক ঘন্টার মধ্যে তাঁর ফোনে SMS আসে যে তাঁর ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 80,000 টাকা ডেবিট হয়ে গেছে। হ‍্যাকাররা অমিতের ফোন থেকে চুরি করা ডেটার মধ্যে তাঁর ব‍্যাঙ্কিং ডিটেইলস পেয়ে তার সাহায্যেই এই জোচ্চুরি করতে সফল হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here