Highlights
- WhatsApp এ ফ্রি রিচার্জ সম্পর্কে পাঠানো মেসেজগুলি আসলে প্রতারণার নতুন কৌশল।
- PIB তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে তথ্য জানিয়েছে।
- WhatsApp তাদের ইউজারদের এই ধরনের মেসেজ শেয়ার না করার পরামর্শ দিয়েছে।
বেশ কিছুদিন ধরে WhatsApp এ একটি মেসেজ ক্রমশ ভাইরাল হচ্ছে। এই মেসেজে বলা হচ্ছে যে, সমস্ত টেলিকম ইউজারদের জন্য মোদি সরকার 239 টাকার একটি ফ্রি রিচার্জ অফার করছে। আপনিও যদি এই মেসেজটি পেয়ে থাকেন, তাহলে জেনে নিন যে এটি একটি জাল মেসেজ, কারণ PIB ফ্যাক্ট চেক এর তরফে এটিকে জাল ঘোষণা করা হয়েছে। আসলে টুইটারে PIB এর ফ্যাক্ট চেক অ্যাকাউন্ট থেকে ঘোষণা করা হয়েছে যে এই মেসেজটি সম্পূর্ণ ভুয়া এবং সরকার এমন কোনও পরিকল্পনা ঘোষণা করেনি। আরও পড়ুন: টুইটারের লোগো পরিবর্তন, নীল পাখির জায়গায় হাজির হল Doge
WhatsApp এ ভাইরাল হচ্ছে এই ভুয়া মেসেজ
মাইক্রোব্লগিং সাইট টুইটারে PIB ফ্যাক্ট চেক টুইট করেছে যে এই তথ্যটি জাল এবং সরকার এই ধরনের কোনও প্রকল্প ঘোষণা করেনি। পোস্টটিতে WhatsApp মেসেজের একটি ছবিও রয়েছে যেখানে লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “ফ্রি মোবাইল রিচার্জ স্কিম” সমস্ত ভারতীয় গ্রাহকদের 28 দিনের জন্য 239 টাকার ফ্রি রিচার্জ দেবে৷ এই রিচার্জটি সম্পন্ন করতে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে।
A #WhatsApp message claims that the central government is offering all users a recharge of ₹239 for 28 days under the 'Free Mobile Recharge Scheme' #PIBFactCheck:
✔️This claim is #fake
✔️No such announcement has been made by the Government Of India pic.twitter.com/AICm63ga8W
— PIB Fact Check (@PIBFactCheck) March 26, 2023
PIB ফ্যাক্ট চেক কি?
PIB মিথ্যা সংবাদ এবং ভুল তথ্যের বিস্তার রোধে একটি ফ্যাক্ট চেক ব্রাঞ্চ স্থাপন করেছে। এই ধরনের মেসেজ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। PIB তার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি ব্যবহার করে মিথ্যা তথ্যগুলি সম্পর্কে সজাগ করে দেয়। আরও পড়ুন: নিশ্চিত হল ভারতে Samsung Galaxy A24 এর লঞ্চ, ওয়েবসাইটে লাইভ হল সাপোর্ট পেজ
জাল WhatsApp মেসেজ থেকে সুরক্ষিত থাকুন
WhatsApp এ প্রাপ্ত মেসেজে যেকোনো লিঙ্কে ক্লিক করার অনুরোধ করা হলে তার সত্যতা যাচাই করতে হবে। আমাদের পরামর্শ এটাই যে কখনও চিন্তাভাবনা না করে কোনো লিঙ্কে ক্লিক করবেন না এবং অন্যদেরও একই কাজ করার পরামর্শ দিন। আপনি যদি ভুল করেও এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যেতে পারে। এছাড়াও আপনার ব্যক্তিগত তথ্যও চুরি হতে পারে।
এই ধরনের মেসেজ সনাক্ত করা খুব সহজ। আপনি যদি এই মেসেজ গুলির ভাষায় নজর দেন তাহলে কোন না কোন ভুল আপনার চোখে পড়বে। মেসেজের ভাষায় যদি কোনো ভুল থাকে তাহলে সেই মেসেজ গুলো নির্ভরযোগ্য নয়। মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্ম নিজেই তাদের ইউজারদের এই ধরনের মেসেজে আসা লিঙ্ক ট্যাপ করা এবং শেয়ার না করার পরামর্শ দেয়। যেসব নম্বর থেকে এই ধরনের মেসেজটি আসবে সেই নম্বরটি রিপোর্ট করে নম্বরটি ব্লক করা উচিত। আরও পড়ুন: 100W চার্জিং, 5000mAh ব্যাটারি এবং 1.5K ডিসপ্লেসহ লঞ্চ হল Realme GT Neo 5 SE স্মার্টফোন, জেনে নিন ফিচার
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন