WhatsApp-এ এসে গেলো অসাধারণ ফিচার, এখন 2 দিন পরেও করা যাবে ম‍্যাসেজ ডিলিট

ম‍্যাসেজিং অ্যাপ WhatsApp প্রায় 4 বছর আগে Delete for everyone ফিচারটি পেশ করে ছিল। এই ফিচারটিকেই এখন আপডেট করে ইউজারদের অবাক করে দিলো হোয়াটস‌অ্যাপ কর্তৃপক্ষ। এখন হোয়াটসঅ্যাপ ইউজাররা 2 দিন পরেও ম‍্যাসেজটিকে সবার জন্য ডিলিট করতে পারবে। অর্থাৎ ভুল করে সেন্ড হওয়া মেসেজ বা ভিডিও ফাইল 2 দিন পরেও ডিলিট করা যাবে। দীর্ঘদিন অপেক্ষার পরে এই খবরটি ইউজারদের জন্য খুবই খুশির খবর।

WhatsApp-এ এসে গেলো নতুন ফিচার

আপনাদের জানিয়ে দিই, যে দীর্ঘ দিন ধরেই এই ফিচারটির বিটা ভার্সনে টেস্টিং চলছিল। এখন এই ফিচারটি আধিকারিক রূপে ইউজারদের জন্য রোলআউট করা হয়েছে। কোম্পানি নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে ফিচারটি‌র সম্পর্কে জানিয়েছে। কোম্পানি টুইট করে বলেছে যে, ‘আপনি ম‍্যাসেজ পাঠানো নিয়ে ভাবনা চিন্তা করছেন? এখন আপনার পাঠানো ম‍্যাসেজ চ্যাট থেকে সরানোর জন্য 2 দিনের বেশি সময় পাবেন।

WhatsApp ইউজারদের কাছে এখন নিজের ম‍্যাসেজ ডিলিট করার জন্য 2 দিন 12 ঘণ্টার সময় দেওয়া হবে। আগের মতোই ম‍্যাসেজ ডিলিট করার দুটি অপশন পাওয়া যাবে, Delete for me এবং Delete for everyone। এরসাথে আপনাদের বলে দিই, যে Delete for me করলে সেই ম‍্যাসেজটি শুধু আপনি দেখতে পারবেন না এবং Delete for everyone অপশন সিলেক্ট করলে ম‍্যাসেজটি আপনার চ্যাটেও দেখা যাবে না এবং যাকে পাঠিয়েছিলেন তার চ্যাটে‌ও দেখা যাবে না।

আপডেট করুন WhatsApp

যদি আপনার ফোনে এই ফিচারটি কাজ না করে, তাহলে সর্বপ্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এরজন্য আপনি আপনার অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ পেজে ‘আপডেট’ বাটনে ক্লিক করুন। এরপরে লেটেস্ট ভার্সন আপনার ফোনে আপডেট হয়ে যাবে। যদি আপডেট ভার্সন আপনার ফোনে দেখা না যায় তাহলে আপনি আগে থেকেই লেটেস্ট ভার্সনে ব‍্যবহার করছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here