WhatsApp ইউজারদের জন্য সুখবর! এখন View Once সহ পাঠানো যাবে অডিও ম্যাসেজ

হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে বিগত বেশ কিছু সময় ধরেই ভয়েস ম্যাসেজের জন্য “ভিউ ওয়ান্স” অপশন নিয়ে কাজ চলছে। এবার কোম্পানি এই ফিচারটি অফিসিয়ালি সমস্ত ইউজারদের জন্য পেশ করে দিয়েছে। 2021 সাল থেকে এই ফিচার শুরু হয়েছিল যা এতদিন শুধুমাত্র ফটো ও ভিডিও পাঠানোর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেত এবং এটি ব্যাবহার করে কোনো ফাইল পাঠালে অপরদিকের ইউজার মাত্র একবার সেই ফাইল দেখতে পারেন। এবার থেকে ভয়েস ম্যাসেজও এমনভাবেই পাঠানো যাবে, ফলে ইউজার একবার মাত্র সেই ম্যাসেজ শুনতে পারবেন।

WhatsApp থেকে মুছে যাবে ভয়েস ম্যাসেজ

WhatsApp গ্লোবাল লেভেলে ভিউ ওয়ান্স ভয়েস ম্যাসেজ ফিচার রোলআউট করা শুরু করে দিয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্ত ইউজার এই ফিচার ব্যাবহার করতে পারবেন। ভিউ ওয়ান্স ফটো ও ভিডিওর মতোই এবার থেকে “ওয়ান টাইম” আইকন সহ ভয়েস ম্যাসেজ পাঠানো যাবে, যা একবারই শোনা যাবে।

কিভাবে পাঠাবেন Whatsapp disappearing voice messages

  • এই ফিচার ডিস্যাপিয়ারিং ফটো ও ভিডিও পাঠানোর মতোই। শুধুমাত্র অ্যাপ ওপেন করে যে কোনো চ্যাটে যেতে হবে ও ভয়েস ম্যাসেজ পাঠানোর জন্য মাইক্রোফোন বাটনে ট্যাপ করতে হবে।
  • ম্যাসেজ রেকর্ড করে পাঠানোর আগে ওপরে “1” আইকনে ট্যাপ করুন। এরপর ম্যাসেজ ভিউ ওয়ান্স হিসাবে চলে যাবে।

  • যে ম্যাসেজ পাবেন সে এটি ওপেন করতে পারবেন এবং একবারই এই ম্যাসেজ শুনতে পারবেন। এরপর সেই ভয়েস ম্যাসেজ চ্যাট থেকে মুছে যাবে। তবে এরপরেও চ্যাটে দেখা যাবে একটি ভিউ ওয়ান্স ভয়েস ম্যাসেজ পাঠানো হয়েছিল।
  • এক্সট্রা সিকিউরিটি হিসাবে এই ফিচার শুধুমাত্র মোবাইলেই কাজ করবে। জানিয়ে রাখি ডেস্কটপ ভার্সনে ভিউ ওয়ান্স ফটো ও ভিডিও ফাইলও ওপেন করা যায় না।

এতদিন হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় বিটা অ্যাপে এই ফিচার টেস্ট করছিল। যেসব ইউজাররা বিটা টেস্টিং করেন শুধুমাত্র তাঁরাই এতদিন এটি উপভোগ করেছেন। যেহেতু সবে মাত্র রোলআউট শুরু হয়েছে তাই সমস্ত ইউজারদের এই ফিচার পেতে বেশ কিছু সময় লাগতে পারে। এই ফিচার পেয়ে গেলে ওপরে বলা পদ্ধতি মেনে ভিউ ওয়ান্স ভয়েস ম্যাসেজ পাঠানো যাবে।

তবে জানিয়ে রাখি অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন রেকর্ডার ব্যাবহার করে ভিউ ওয়ান্স ভয়েস ম্যাসেজ রেকর্ড করে রাখা যাবে। তাই এই ফিচার এলেও গোপনীয়তা বজায় রাখার জন্য কোনো অ্যাপের ওপর নির্ভর না হয়ে নিজেদের সতর্কতা নিজেদের হাতে রাখাই ভালো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here