WhatsApp তাদের ইউজারদের সুবিধার জন্য একটি নতুন ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন (Voice Message transcription) ফিচার পেশ করেছে। বেশি শব্দের মধ্যে দাঁড়িয়ে যখন ভয়েস ম্যাসেজ শোনা সম্ভব হয় না বা দীর্ঘ ভয়েস ম্যাসেজ শুনতে সমস্যা হয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ফিচার সবচেয়ে বেশি উপযোগী হবে। এই ফিচার ইউজারদের ভয়েস ম্যাসেজ টেক্সটে বদলে সহজে পড়ার সুযোগ করে দেবে। WhatsApp এর এই ফিচার ইউজারদের প্রাইভেসির প্রতি বিশেষ খেয়াল রাখবে। ভয়েস ম্যাসেজের ট্রান্সক্রিপশন ইউজারদের ডিভাইসেই তৈরি হবে। এই প্রসেসে কোনো কন্টেন্টই WhatsApp বা অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে শেয়ার করা হয় না। কোম্পানির পক্ষ থেকে ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার রোলআউট করা শুরু করে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফিচার কিভাবে ব্যাবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার কি?
নাম দেখেই বোঝা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার হল এমন একটি ফিচার যা ইউজারদের ভয়েস ম্যাসেজ টেক্সটে বদলে দেবে। ভয়েস ম্যাসেজ ডাউনলোড করার পর এই প্রসেস ইউজারদের ডিভাইসেই করা হবে। এর মাধ্যমে ইউজারদের ভয়েস ম্যাসেজ শনার বদলে সেটি পড়ার সুযোগ করে দেবে। বিশেষ করে যেখানে অডিও শোনা সম্ভব নয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ফিচার সবচেয়ে বেশি সুবিধার হবে।
এই ট্রান্সক্রিপশন ফিচার রিসিভারের ফোনে কাজ করবে। সেন্ডারের হাতে এই ফিচারের কোনো কন্ট্রোলই থাকবে না। এছাড়া এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাবহার করে, যার ফলে স্পষ্ট বোঝা যায় WhatsApp বা অন্য কোনো থার্ড পার্টি ভয়েস ম্যাসেজ বা সেটির ট্রান্সক্রিপশন অ্যাক্সেস করতে পারবে না। এই ফিচার এনেবল থাকলে রিসিভারের কাছে আসা সমস্ত ভয়েস ম্যাসেজের ট্রান্সক্রিপশন দেখা যাবে।
WhatsApp ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার রোলআউট
WhatsApp এর দেওয়া ডেটা অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে গোটা বিশ্বের সমস্ত iOS এবং Android ইউজারদের জন্য ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার রোলআউট করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে এই ফিচার হাতে গোনা কয়েকটি ভাষা সাপোর্ট করবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শুরুতে এই ফিচারে ইংলিশ, পর্তুগিজ, স্প্যানিশ এবং রাশিয়ান ভাষা সাপোর্ট পাওয়া যাবে। তবে এই ফিচারের বিটা ভার্সনে ইতিমধ্যে হিন্দি ভয়েস ম্যাসেজও টেক্সটে কনভার্ট করার অপশন রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন ভাষা এতে সাপোর্ট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
WhatsApp ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার কিভাবে কাজ করে?
ভয়েস ম্যাসেজ টেক্সটে ট্রান্সক্রিপ্ট করার জন্য এআই এর ব্যাবহার করা হচ্ছে কি সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এন্ড টু এন্ড এনক্রিপশন বজায় রাখার জন্য ট্রান্সক্রিপশন ডিভাইসেই করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ অন্য কেউ ভয়েস ম্যাসেজ শুনতে পারবে না। ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার সাধারণত বন্ধ থাকবে এবং এটি ম্যানুয়ালি এনেবল করতে হবে। এটি এনেবল ও ব্যাবহার করার জন্য নিচের স্টেপগুলি ফলো করতে হবে:
স্টেপ-1: হোয়াটসঅ্যাপের সেটিংস ওপেন করে Chats অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ-2: নিচে স্ক্রল করে Voice Message Transcripts টগল করতে হবে।
স্টেপ-3: এখানে বেশ কিছু ভাষা দেখা যাবে, ইউজারদের নিজেদের পছন্দের ভাষা সিলেক্ট করতে হবে।
স্টেপ-4: ফিচার এনেবল করার জন্য আবশ্যকীয় ল্যাঙ্গুয়েজ প্যাকেজ ডাউনলোড করতে হবে। এরপর Set Up Now অপশনে ট্যাপ করে প্রসেস কমপ্লিট করতে হবে।
স্টেপ-5: এই ফিচার এনেবল হয়ে যাওয়ার পর যে ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপ্ট করতে হবে সেটি হোল্ড করতে হবে এবং এরপর ‘Transcribe’ অপশনে ক্লিক করতে হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার গ্লোবাল স্তরে রোলআউট করে দেওয়া হবে। যদি ইউজারদের সিলেক্ট করা ভাষা এবং ভয়েস ম্যাসেজের ভাষা এক না হয় সেক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে দেরি বা ভুল হতে পারে। ভয়েস ম্যাসেজের রিড রিসিপ্ট রিসিভারের প্রাইভেসি সেটিংসের মতোই কাজ করবে।
