Apple iPhone অর্ডার করে হাতে এল Apple Juice! জেনে নিন পুরো ঘটনা

বর্তমান সমাজে অনলাইন শপিঙের চাহিদা ও পরিকাঠামো দিন দিন বেড়েই চলেছে। যে কোনো মানুষ কোথাও না গিয়ে কম দাম ও অসাধারণ অফারে অনলাইনের মাধ্যমে বাড়ি বসে হাতে জিনিস পেতে কে না চাইবে।কিন্তু এখনও এমন বহু মানুষ আছেন যারা অনলাইন শপিং করতে ভয় পান। কারণ অনেক সময় দেখা যায় কোনো একটি নির্দিষ্ট জিনিস অনলাইনে অর্ডার করা হল অথচ এমন কিছু হাতে এসে পৌঁছল যা দেখে গ্ৰাহক ভিরমি খেতে বাধা। এমনই একটি ঘটনা ঘটে গেছে Online Shopping এর সময়। এক মহিলা অনলাইনে অ্যাপেল আইফোন অর্ডার করেছিলেন, অথচ ডেলিভারির পর তিনি আইফোনের বদলে হাতে পেলেন অ্যাপেল জুস।

আরও পড়ুন: 8GB র‍্যাম আর 64MP ক‍্যামেরার Xiaomi Mi 10T এর দাম হল 3000 টাকা কম, সুযোগ হারানোর আগে নিজের করে নিন

অ্যাপেল সাইটে করা হয় অর্ডার

আমাজন, ইবেসহ অন‍্যান‍্য শপিং সাইটে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। কিন্তু সেই ভদ্রমহিলা জানিয়েছেন তিনি সরাসরি Apple এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলেন। তাই এবারের ঘটনা যেন একটু অন্য ধরনের। চীনের bewildered Liu নামের এই ভদ্রমহিলা অনলাইনে Apple iPhone 12 Pro Max অর্ডার করে জোচ্চুরির স্বীকার হন।

পেমেন্ট করা ছিল এক লক্ষ

গ্লোবাল টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী আইফোন 12 প্রো ম‍্যাক্স কেনার সময় সেই ভদ্রমহিলা সাইটৈ 1,500 ডলার (প্রায় এক লক্ষ টাকা) এর‌ও বেশি দাম মিটিয়েছিলেন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনার পর‌ও কিভাবে তাকে জোচ্চুরির স্বীকার হতে হল, তিনি এখনও পর্যন্ত এটাই বুঝে উঠতে পারছেন না। আপাতত পুলিশে খবর দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: 4 মার্চে আসতে চলেছে Xiaomi এর Redmi Note 10 সিরিজ, লঞ্চের আগে জেনে নিন এর বিশেষ ফিচার্স গুলো

সোশ্যাল মিডিয়ায় আপলোড ভিডিও

bewildered Liu বক্স ওপেন করে সেটির ভিডিও চীনের সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম Weibo তে আপলোড করে দিয়েছেন। এই ঘটনা নজরে আসার পর থেকেই অ্যাপেল এবং লোকাল কুরিয়ার কোম্পানি নড়েচড়ে বসেছে এবং তাদের দিক থেকে তদন্ত শুরু করে দিয়েছে। মেইল সার্ভিস জানিয়েছে, ভদ্রমহিলার দেওয়া নির্দ্দিষ্ট লোকেশনেই প্রোডাক্ট ডেলিভার করা হয়েছে।

নকল ওয়েবসাইট

গ্লোবাল টাইমস জানিয়েছে, বেশ কিছু ওয়েইবো ইউজারদের বক্তব্য অনুযায়ী ডেলিভারি পারসন নিজেই আইফোনের বক্সে ড্রিংকস ভরে দিয়েছে। অন‍্যদিকে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞসহ এক শ্রেণীর মানুষের ধারণা লিউ একটি জাল ওয়েবসাইট থেকে ফোন অর্ডার করেছিলেন।

আরও পড়ুন: স‍্যামসাং আনছে অত‍্যন্ত সস্তা Samsung Galaxy E02 স্মার্টফোন, ভারতীয় সাইটে হল লিস্টেড

চুরি হয়ে গেছে iPhone ভর্তি ট্রাক

আজকের দিনে দাঁড়িয়ে আইফোন চুরি হয়ে যাওয়া একটি সাধারণ ঘটনা হয়ে গেছে। 2017 তে সান ফ্রান্সিসকোর একটি অ্যাপেল স্টোরের উদ্দেশ্যে ধাবমান  iPhone X ভর্তি একটি ট্রাক যার দাম আনুমানিক 3 লক্ষ 70 হাজার ডলার চোর-বাটপাররা হাইজ্যাক করে নেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here