আগামীকাল লঞ্চ হবে Xiaomi 13 Ultra, দেখে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

Highlights

  • পেশ করা হয়েছে শাওমি 13 আলট্রার লঞ্চ টিজার।
  • ভারতেও লঞ্চ হতে পারে এই ফোন।
  • এতে 1-ইঞ্চির 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা থাকতে পারে।

কিছু দিন আগেই চীনে ফ্ল্যাগশিপ ডিভাইস Xiaomi 13 Ultra লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেটের মতো দুর্দান্ত কিছু ফিচার রয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে ঘোষণা করেছে। আগামীকাল অর্থাৎ 8 জুন শাওমি 13 আলট্রা আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হতে পারে। এবং এর কিছু দিন পরেই ফোনটি ভারতেও আসবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy F54 5G, পাওয়া যাবে 108MP Camera এবং 6,000mAh Battery

Xiaomi 13 Ultra এর আন্তর্জাতিক লঞ্চ

কোম্পানির পক্ষ থেকে শাওমি 13 আলট্রার লঞ্চ টিজার শেয়ার করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 8 জুন ফোনটি লঞ্চ হবে বলে জানানো হয়েছে। এই ফোনের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 3 মাসের জন্য ফ্রি ইউটিউব সাবস্ক্রিপশন এবং 6 মাস পর্যন্ত 100GB গুগল ওয়ান সাবস্ক্রিপশন ফ্রিতে দেওয়া হবে বলে টিজার পোস্টারের মাধ্যমে জানা গেছে।

কালার এবং স্টোরেজ অপশন

লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক মার্কেটে শাওমি 13 আলট্রা ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 12GB RAM + 256GB মেমরি এবং 12GB RAM + 512GB স্টোরেজ থাকতে পারে। এই ফোনটি ইউরোপের মার্কেটে প্রায় 1,499 euros অর্থাৎ প্রায় 1 লক্ষ 30 হাজার টাকার কাছাকাছি দামে লঞ্চ হ্রা হবে বলে শোনা যাচ্ছে। এছাড়া মার্কেটে এই ফোনটি ব্ল্যাক এবং গ্রীন কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus Nord N30 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Xiaomi 13 Ultra এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Xiaomi 13 Ultra ফোনটিতে 6.73 ইঞ্চির কোয়াড এইচডি+ AMOLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে। ফোনের সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনটি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে রান করে।
  • স্টোরেজ: শাওমি 13 আলট্রাতে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 90W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: শাওমি 13 আলট্রাতে 1-ইঞ্চি Sony IMX989 50 মেগাপিক্সেলের রেয়ার প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, OIS সাপোর্টেড 5 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 5x অপটিক্যাল জুমসহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here